-273ºc,
Sunday, 4th June, 2023 10:13 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগে দেশের ১৮টি ওষুধ সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অবিলম্বে ওই সংস্থাগুলিকে উৎপাদন বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২৬টি ওষুধ সংস্থাকে শোকজ নোটিশ ধরানো হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি গাম্বিয়া ও উজবেকিস্তানে ভারতীয় দুই ওষুধ সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে একাধিক শিশুর মৃত্যুর পরেই স্বাস্থ্য মন্ত্রককে ওষুধ প্রস্তুতকারী সংস্থার ওপরে বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই নির্দেশের পরেই দেশের ২০টি রাজ্যে ৭৬টি ওষুধ সংস্থার কারখানায় আচমকা পরিদর্শন চালায় ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া ও রাজ্যের ড্রাগ কন্ট্রোলারের প্রতিনিধিরা।
বেশ কয়েকটি সংস্থার ওষুধের নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় গুণগত মান পেরোতে পারেনি নমুনা হিসেবে সংগ্রহ করা ওষুধ। তার পরেই ১৮টি সংস্থার লাইসেন্স বাতিলের সুপারিশ জমা দেওয়া হয়। ওই সুপারিশ মেনেই ১৮টি সংস্থার লাইসেন্স বাতিল করার পাশাপাশি অবিলম্বে ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আরও ২৬টি সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পরেই ওই সংস্থাগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।