-273ºc,
Friday, 9th June, 2023 2:26 am
নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার কর্ণাটক মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন ২৪ জন মন্ত্রী। সূত্রের খবর, দিল্লিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মন্ত্রীদের নামগুলি চূড়ান্ত করা হয়েছে। তার মাঝে শুক্রবার রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাত করবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
উল্লেখ্য গত ২০ মে, সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী এবং কর্ণাটকের প্রদেশে কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সেদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে-সহ আটজন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তবে এখনও দফতর বন্টন করা হয়নি।
কর্ণাটকে কংগ্রেসের মন্ত্রিসভায় লিঙ্গায়েত, মুসলিম, তফশিলি জাতি-সহ বিভিন্ন সম্প্রদায় থেকে আটজনকে জায়গা দিয়েছে কংগ্রেস। কর্ণাটজকের ভোট রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী লিঙ্গায়েত সম্প্রদায়। এবারে বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের পর লিঙ্গায়েত নেতাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি উঠেছিল। যদিও সেই দাবিকে মান্যতা দেয়নি কংগ্রেস হাইকমযান্ড। ফলে মন্ত্রিসভায় লিঙ্গায়েত বিধায়কদের গুরুত্বপূর্ণ দফতর না দিলে দলের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। উল্লেখ্য গত শনিবার সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি এবং কর্ণাটকের রাজ্য স্তরের কংগ্রেস নেতারা। শপথ অনুষ্ঠানকে বিরোধী ঐক্যের মঞ্চ হিসাবে কাজে লাগাতে চেয়েছিল কংগ্রেস। সেই উদ্দেশ্যে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির প্রধান নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।