এই মুহূর্তে




অস্ত্র নামিয়ে সমাজের মূলস্রোতে ফিরলেন ২১ জন মাওবাদী

নিজস্ব প্রতিনিধি: মাওবাদীদের আরও বড় আত্মসমর্পণ। ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ১৩ জন নারী। কাঁকের জেলায়  ১৮টি অস্ত্র নামিয়ে সহিংসতার পথ ত্যাগ করেছেন ২১ মাওবাদী। রবিবার ছত্তিশগড়ের বস্তারে এই আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। কেশকাল বিভাগের অংশ ছিল এই ক্যাডারেরা। তারা মাওবাদীদের নিজস্ব রাষ্ট্রের পতাকা পুনা মারঘাম’-নিয়ে ২১ জন মাওবাদী অস্ত্র সমর্পণ করেছে। জানা গিয়েছে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সমাজের মূলধারায় যোগদানের জন্য তাঁরা এগিয়ে এসেছেন।

২১ জন ক্যাডারের মধ্যে ৪ জন ডিভিসিএম, ৯ জন এসিএম এবং ৮ জন পার্টি সদস্য মূলধারায় যোগদান করেছেন। ১৩ জন মহিলা ক্যাডার এবং ৮ জন পুরুষ ক্যাডার রয়েছেন। ৩টি একে ৪৭ রাইফেল, ৪টি এসএলআর রাইফেল, ২টি ইনসাস রাইফেল, ৬টি .৩০৩ রাইফেল, ২টি সিঙ্গেল শট রাইফেল এবং ১টি বিজিএল অস্ত্রও ক্যাডাররা পুলিশের কাছে হস্তান্তরিত করেছেন। এমনিতেই মাওবাদী নিধন অভিযান চালাচ্ছে সিআরপিএফ। কয়েক মাস আগে সুকমা জেলায় ২৩ জন মাওবাদী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেছিল। তাঁদের মাথার দাম ছিল ১.১৮ কোটি টাকা।

আত্মসমর্পণকারী ক্যাডারদের মোট মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১.১৮ কোটি টাকা । পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যাদের মধ্যে ১১ জন মাওবাদী শ্রেণিবিন্যাসের প্রবীন কর্মী হিসেবে তালিকাভুক্ত। এই দলের মধ্যে ছিলেন পোডিয়াম ভীমা ওরফে লোকেশ, যিনি ২০১২ সালে সুকমার প্রথম কালেক্টর অ্যালেক্স পল মেননের অপহরণের পরিকল্পনার জন্য অভিযুক্ত একজন বিভাগীয় কমিটির সদস্য। আত্মসমর্পণের ঘটনা বস্তারে মাওবাদীদের শক্ত ঘাঁটিতে এক বড়সড় আঘাত তা বলা বাহুল্য।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এরপর X হ্যান্ডেলে এক প্রতিক্রিয়ায় লিখেছিলেন, “বস্তার এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বন্দুকযুদ্ধের প্রতিধ্বনি ম্লান হয়ে আসছে, তার জায়গায় স্থান করে নিচ্ছে গণতন্ত্রের অবিচল কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর এখন গোটা অঞ্চল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। নারায়ণপুরে আগের আত্মসমর্পণের পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৪৫ জন মাওবাদী হিংসা ত্যাগ করে গণতান্ত্রিক অগ্রগতির উপর আস্থা রেখেছেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

আরজেডি বিধায়ক দলের নেতা হিসাবে ফের নির্বাচিত তেজস্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ