এই মুহূর্তে




উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি




নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: বিপক্ষের বিধায়ক ভাঙিয়ে এনে, সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও কোনও লাভ হল না। ১৮ বছর বাদেও গুজরাতের বিসাবদর বিধানসভা আসন পুনরুদ্ধার করতে পারল না বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটের মতোই ভোটাররা উপনর্বাচনেও আস্থা রাখলেন আম আদমি পার্টির উপরে। ১৭ হাজারেরও বেশি ভোটে জিতলেন আপ প্রার্থী। ২০০৭ সালের পর বিসাবদর আসনে জয়ের মুখ দেখেনি বিজেপি।

২০২২ সালের বিধানসভা ভোটে এই আসনে জয়ী হয়েছিলেন আপের ভূপেন্দ্র বায়ানি। মাস কয়েক আগে ডিগবাজি খেয়ে আপ ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখান তিনি। বিধায়ক পদেও ইস্তফা দেন। সেই কারণে উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। ১৮ বছর বাদে আসন পুনরুদ্ধারে কোমর কষে ঝাঁপিয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রার্থী করা হয়েছিল দলের প্রাক্তন জেলা সভাপতি কিরিট পটেলকে। আসনটিতে জয় হাসিলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা। আপের হয়ে দাঁড়িয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া। পাতিদারদের সংরক্ষণ আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারির মুখ। সোমবার ভোট গণনা শুরু হতেই বিজেপি প্রার্থীকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৭ হাজারের বেশি ভোটে পদ্ম প্রার্থীকে পরাজিত করে বিজয়ীর হাসি হাসেন ইটালিয়া। বিসাবদর আসন পুনরুদ্ধার না করতে পারলেও কড়ি আসন নিজেদের দখলে রাখতে সফল হয়েছে বিজেপি নেতৃত্ব। ওই আসনে ৩৯ হাজারের বেশি ভোটে জিতেছেন রাজেন্দ্র ছাবড়া। ২০২২ সালের বিধানসভা ভোটে এই আসনি থেকে জয়ী হয়েছিলেন কার্সন সোলাঙ্কি।

অন্যদিকে, কেরলের নীলাম্বর বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেসের আর্যদান সৌকত। তিনি সিপিএম প্রার্থী এম স্বরাজকে ১১ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উপনির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটিতে হার সিপিএমের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ