এই মুহূর্তে

থালাপতি বিজয়ের দলের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন, কোন চিহ্ন পেল টিভিকে?

নিজস্ব প্রতিনিধি: অভিনয় ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে প্রবেশ করে দিয়েছেন তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্যে তিনি এবং তাঁর দল প্রস্তুত। অবশেষে ভোটে লড়াইয়ের জন্যে নির্বাচনী প্রতীক পেল বিজয়ের দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজাগাম’ ওরফে TVK। তাঁর দলের জন্যে ‘হুইশেল বা শিস’ প্রতীক বরাদ্দ করল দেশের নির্বাচন কমিশন। অর্থাৎ ‘শিস’ চিহ্নে ভোট দিয়ে বিজয়ের দলকে সমর্থন করতে হবে ভোটারদের। ২০২৪ সালে রাজনৈতিক দল TVK-এর ঘোষণা দেন থালাপাথি বিজয়। তখনই জানিয়ে দেন, তিনি ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বেন।

ইতিমধ্যেই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়কে মুখ্যমন্ত্রী স্ত্যালিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেছে TVK। অভিনেতা মাদুরাই থেকে লড়বেন বলে নিজেই ঘোষণা করেছে। তবে বিজয়ের দল ঘোষণার পর থেকেই সকলের কৌতুহল ছিল যে, তাঁর দল বিজেপি-কংগ্রেস না বামপন্থী কোন দলকে সমর্থন করবে। কিন্তু সুপারস্টার নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপি বা কংগ্রেস কাউকেই সমর্থন করেনা। তিনি সম্পূর্ণ নিজস্ব অভিমতে ভোটে লড়বেন।

কোনও দলের সঙ্গে সংযুক্তিকরণ নেই তাঁর। এদিকে অভিনেতার শেষ ছবি ‘জয় নয়গন’ নিয়ে এখন বিতর্ক চলছে। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন অভিনয় থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাঁর ছবি আইনি বিপাকে পড়ার কারণে এখনও প্রেক্ষাগৃহে রিলিজ করেনি। যাই হোক, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) TVK-কে ‘হুইসেল প্রতীক’ বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য হুইসেল প্রতীককে সাধারণ প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, টিভিকে-র জন্য প্রস্তাবিত ১০টি প্রতীকের মধ্যে বিজয়ের পছন্দ ছিল ‘হুইসেল’ প্রতীক টি। সুতলাং TVK সুপ্রিমো বিজয়ের পছন্দকেই ‘অগ্রাধিকার’ দিল নির্বাচন কমিশন।

এদিন বিজয়ের দলের নেতা সিটিআর নেতা নির্মল কুমার জানিয়েছেন, ‘তামিলনাড়ুর জনগণের সামগ্রিক প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হল আমাদের নেতা মুখ্যমন্ত্রী হোন। প্রথম পদক্ষেপ হিসেবে, এই প্রতীকটি দেওয়া হয়েছে।’ তবে ঘটনাক্রমে, অভিনেতা বিজয়ের শীর্ষ হিট গানগুলির মধ্যে একটি হল তার ২০২৪ সালের ছবি ‘GOAT’ -এর “হুইসেল পোডু” (হুইসেল বাজাও), যেখানে তাঁর তৎকালীন পরিকল্পিত রাজনৈতিক অভিযানের কিছু কথা উল্লেখ ছিল। সেটাই এবার বাস্তবতা পেল। মঙ্গলবার (২০ জানুয়ারি) চেন্নাইতে টিভিকে তাদের প্রথম নির্বাচনী প্রচার চালিয়েছে। এরপরেই এই উন্নয়ন ঘটল। ১৬ জানুয়ারি, বিজয় তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জেলা এবং নির্বাচনী এলাকা পর্যায়ে দলের নির্বাচনী প্রচারণা কার্যক্রম সমন্বয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইশতেহার সামাজিক ন্যায়বিচারের স্তম্ভের উপর নির্মিত হবে। এদিকে বিজয়ের মাথার উপর এখন আইনি খাড়া ঝুলে রয়েছে। গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় ঘিরে চরম দুর্ঘটনা ঘটে যায়। যেখানে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়।এই দুর্ঘটনার কারণ হিসেবে বিজয়ের অনুষ্ঠানে দেরি করে আসা, অনুষ্ঠানের অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরা হয়। সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে অভিনেতা কে তিনবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

প্রতিবন্ধী কোটায় ডাক্তারি পড়তে পায়ের আঙুল কেটেছিলেন যুবক, বান্ধবী ফাঁস করলেন রহস্য

রাতারাতি চুরি আস্ত সেতু, হাড় হিম কাণ্ড ঘটল কোথায়?

জনগণনা ২০২৬- প্রথম ধাপে কী কী প্রশ্ন করা হতে পারে? রইল তালিকা

ওড়িশার ঢেঙ্কানলে খ্রিস্টান যাজককে জুতোর মালা পরিয়ে, গোবর জল খাওয়াল বজরং দলের কর্মীরা

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ