27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:48 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গোদের ওপর বিষফোঁড়া।
হিন্ডেনবার্গের রিপোর্টে এমনিতে বেকায়দায় শিল্পপতি গৌতম আদানি। আর সপ্তাহের প্রথম দিন দালাল স্ট্রিট দিল ধাক্কা। একদিনে তাঁর সংস্থার ক্ষতি ১.৭৫ লক্ষ কোটি টাকা।
দালাল স্ট্রিটে রয়েছে সংস্থার আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইসেস, আদানি গ্রিন এনার্জি, আদানি ট্র্য়ান্সমিশন, আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি উইলমার। এর মধ্যে আদানি এন্টারপ্রাইসের শেয়ার বাজারে ছাড়া শুরু হয় জানুয়ারিতে।
কোন শেয়ারের দাম কত কমল, বা বন্ধের সময় দাম কী দাড়াল, একবার দেখে নেওয়া যাক। গত ২৭ জানুয়ারি বাজার বন্ধের সময় আদানি টোটাল গ্যাসের বাজার মোট মূল্য ছিল ৩,২২,৭৪৪.৭৭। সোমবার বাজার বন্ধের সময় তা কমে দাঁড়ায় ২,৫৮,১৯৬.৯১।
গত শুক্রবার শেষ বেচা-কেনার দিন আদানি গ্রিন গ্যাসের মিড ক্যাপের মোট মূল্য ছিল ২,৩৫,১৪৯.৬২। আর সোমবার বাজার বন্ধের সময় সেটা গিয়ে থামে ৪৭,০১৪.০৪। আদানি ট্র্যান্সমিশনের মিড ক্যাপের মোট মূল্য গত শুক্রবার ছিল ২,২৪,১৮০.৫৬ টাকা। সেটা এক ধাক্কায় কমে দাঁড়ায় ১,৯০,৭৬.৪ টাকা। আদানি পোর্টের শেয়ারের মোট মূল্য গত শুক্রবার বাজার বন্ধের সময় ছিল ১,২৯,৩০৫.৯২ টাকা। আর সোমবার বাজার বন্ধের সময়ে সেটা কমে দাঁড়ায় ১,২৮,৯২৭.৮৯ টাকা। ক্ষতি ৩৭৮.০৩ কোটি টাকা। গত শুক্রবার আদানি পাওয়ার (মিড ক্যাপ) শেয়ারের মোট দাম ছিল ৯৫,৬৭১.৩৭ টাকা। আর সোমবার সেটা কমে হয় ৯০,৮৮৮.৭৭। আদানি উইলমারের শুক্রবারের দাম ৬৭,২৩২.৩৭ থেকে কমে ৬৩,৮৭২.৭১।
আরও পড়ুন পতনের মুখ দেখে বন্ধ হল শেয়ার বাজার