-273ºc,
Saturday, 3rd June, 2023 3:45 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দাক্ষিণাত্যের তেলেঙ্গানা দখলে আগামী মাস থেকেই কোমর কষে ঝাঁপাচ্ছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির প্রথমসারির নেতারা আগামী এক মাস চষে বেড়াবেন তেলেঙ্গানার বিভিন্ন প্রান্তে। ‘প্রজা গোসা, বিজেপি ভরসা’ নামে এক বিশেষ প্রচার অভিযানও চলবে। ওই প্রচার অভিযান শেষ হায়দরাবাদে বিশেষ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। কিন্তু বিজেপি যাতে প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় না পায় তার জন্য মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিধানসভা ভেঙে দিয়ে নির্ধারিত সময়ের আগে ভোট করানোর সুপারিশ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। আর ওই জল্পনা শুরু হতেই আজ মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে এক জরুরি বৈঠকে বসেছিলেন পদ্ম শিবিরের প্রথম সারির নেতারা। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার বিজেপি রাজ্য নেতারাও।
বৈঠকে ঠিক হয়েছে, আগামী মাস থেকেই তেলেঙ্গানার কোমনর কষে ঝাঁপানো হবে। রাজ্যের ১১৯টি বিধানাসভা কেন্দ্রেই বিশেষ জনসভা করা হবে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানিরা ১০টির মতো বড় সভা করবেন। মাসব্যাপী প্রচারাভিযানের সমাপ্তি ঘটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার মাধ্যমে। প্রচারে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই গুরুত্ব দেওয়া হবে। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী কন্যা কে কবিতার জড়িত থাকার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।