-273ºc,
Friday, 2nd June, 2023 8:20 pm
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার পর গোয়ার সংগঠনে জোর দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রবিবার দুপুরেই প্রথমে অভিষেক ও বাবুল তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবেন পশ্চিমের এই রাজ্যে। আর মমতা-অভিষেকের এই সফর শুরুর আগেই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, গোয়াতে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধে ভোটে লড়তে পারে আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিজেপির সরকার ফেলতে ও কংগ্রেসের ঘর ভাঙতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। সেই কাজে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে হাত মেলাতে চাইছে তৃণমূল! এই খবরই এখন দেশের রাজনীতিতে চর্চায় রয়েছে। রবিবার গোয়া সফরে গিয়ে দলের সংগঠন ও কাজের রুপরেখা ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী। আজই বিশিষ্ট ব্যক্তিদের তৃণমূলে যোগ দেওয়ার কথা। তারপরেই আপের দায়িত্বপ্রাপ্ত নেতার সঙ্গে বৈঠক রয়েছে গোয়াতে।
আর সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। গোয়ায় ইতিমধ্যেই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করে ভোটে লড়ার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। লিয়ান্ডের পেজ, নাফিসা আলি, লুইজিনহো ফালেরিও রয়েছেন গোয়া তৃণমূলে। সংগঠনের কাজ করে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এর মাঝেই গোয়ায় বিজেপির সরকার ফেলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তাই আপের সঙ্গে জোটের কথা ভাবছে তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে কেজরিওয়ালের দলের সঙ্গে।
সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর গোয়া সফরেই এনসিপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমা। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর গোয়াতে রাজ্য কমিটি ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও আপের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হতে পারে মমতার এই সফরেই।