এই মুহূর্তে




আচমকাই স্থগিত ভারত-বাংলাদেশ JCC বৈঠক

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আগামী সোমবার নয়াদিল্লিতে (New Delhi) ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) জেসিসি (Joint Consultation Commission) পর্যায়ের বৈঠক বসার কথা ছিল। কিন্তু তার মাত্র ৪৮ ঘন্টা আগে আচমকাই স্থগিত হয়ে গেল গুরুত্বপূর্ণ ওই বৈঠক। শনিবার গুয়াহাটিতে নদী বিষয়ক এক আলোচনা সভা শেষে জেসিসি বৈঠক স্থগিত থাকার কথা জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী (foreign minister of Bangladesh) এ কে আবদুল মোমেন (A K Abdul Momen)। মাত্র ৪৮ ঘন্টা আগে ওই বৈঠক কেন স্থগিত রাখা হল, তা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর। ওই বৈঠকে আয়োজনের দায়িত্বে ছিল ঢাকা। যদিও করোনার বেলাগাম সংক্রমণের কারণে ঢাকায় যেতে পারেননি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ভার্চুয়ালি বৈঠক হয়েছিল। দুই দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরে ফের জেসিসি বৈঠকের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত মাসে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সফরের সময়েই ঠিক হয়েছিল ৩০ মে নয়াদিল্লিতে বসবে ওই গুরুত্বপূর্ণ বৈঠক। আর তাতে দুই দেশের আধিকারিকদের নেতৃত্ব দেবেন দুই বিদেশ মন্ত্রী।

কিন্তু এদিন গুয়াহাটিতে নদী বিষয়ক এক আলোচনাসভায় যোগ দেওয়ার ফাঁকে আলাদা করে বৈঠকে বসেছিলেন ভারত ও বাংলাদেশের বিদেশ মন্ত্রী। ওই বৈঠকেই ৩০ তারিখের জেসিসি বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন (A K Abdul Momen) বলেন, ‘ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুজনেই মনে করছি, আগামী সোমবারের সভা পিছিয়ে দেওয়া দরকার। বৈঠকে যে যে বিষয় নিয়ে আলোচনা হবে, তার প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় দরকার। জুন মাসের তৃতীয় অথবা শেষ সপ্তাহে এই বৈঠক হতে পারে।’  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত, শপথ নেবেন ২৪ নভেম্বর

বিহারে জঙ্গলরাজ, মোকামায় প্রশান্ত কিশোরের দলের নেতাকে গুলি করে খুন

পুলিশের গুলিতে খতম মুম্বইয়ের স্টুডিয়োয় ১৭ শিশুকে পণবন্দি করা রোহিত আর্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ