27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:42 pm
নিজস্ব প্রতিনিধি: দেশের সর্বোচ্চ আদালত(Supreme Court) ২০১৮ সালেই সমকামিতাকে অপরাধের তালিকা থেকে মুক্তি দিয়েছিল। তার জেরে রামধনু পরিবারের(LGBT Community) সদস্যদের আর নিজেকে লুকিয়ে রেখে বাঁচতে হয় না। নিজেকে সর্বক্ষণ অপরাধী ভাবতেও হয় না। অনেকেই এখন নিজের সত্ত্বাকে সামনে নিয়ে আসতে সাহস পাচ্ছেন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের জেরে। কিন্তু দেশের সমাজ বা মানুষের দৃষ্টিভঙ্গি এখনও পুরোপুরি বদলে যায়নি। তাই সমকামীরা আজও সমাজের প্রান্তিক হয়েই থেকে গিয়েছেন। তাঁরা চাইছেন এখন দেশের আর পাঁচটা নাগরিকদের মতো অধিকারও। যার অন্যতম হল তাঁদের বিয়ের আইনি স্বীকৃতি(Same Sex Marriage)। সেই সূত্রেই দেশের নানা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক মামলা। সেই সব মামলাকে একসঙ্গে আগামী মার্চ মাস থেকে শুনানিতে নিয়ে আসছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রের(Modi Government) কাছ থেকে হলফনামা চেয়েছে ফেব্রুয়ারি মসের মধ্যেই যে তাঁরা সমলিঙ্গের বিয়ে নিয়ে কী ভাবছে। কেন্দ্র সেই প্রশ্নে উত্তর দেওয়ার আগেই বড় বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(RSS) বা আরএসএসের প্রধান মোহন ভাগবত(Mohon Bhagabat)।
আরও পড়ুন Same Sex Marriage নিয়ে দ্রুত মত জানান, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট
কী বার্তা দিয়েছেন ভাগবত? কার্যত রামধনু পরিবারের পাশেই দাঁড়িয়েছেন সঙ্ঘ প্রধান। জানিয়েছেন, ‘সমকামীদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকা উচিত। এটি বায়োলজিকাল। সংঘকে এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। এই ধরনের মানুষ সবসময় ছিলেন যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে… এটা জীবন ধারণের বায়োলজিকাল একটি বিষয়। আমরা চাই তাঁদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকুক এবং তাঁরাও সমাজের একটি অংশ বলে নিজেদের মনে করুক। আমাদের এই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। কারণ এই ইস্যু সমাধানের অন্য সমস্ত উপায়ই ব্যর্থ হবে। সংঘ প্রথাগত রাজনীতি থেকে দূরে থাকবে। তবে, জনগণের উদ্বেগ স্বয়ংসেবকদের কাছে পৌঁছে দেবে।’ কার্যত ভাগবতের এই বার্তা এখন অনেকের কাছেই বড় বিপ্লব হিসাবে দাঁড়িয়ে গিয়েছে। কেননা সঙ্ঘ প্রধানের এই বার্তার উর্ধ্বে উঠে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার কখনই বলতে পারবে না যে তাঁরা সমলিঙ্গের বিয়ের বিরোধী। কার্যত ভাগবতের সুরে সুর মিলিয়েই তাঁদের সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে হবে। যার অর্থ এতদিন ধরে যে বিজেপি সরকার সমলিঙ্গের বিয়ে নিয়ে তাঁদের তীব্র আপত্তি জানিয়ে আসছিল তা থেকে এবার সরে যাচ্ছে মোদি সরকার।
আরও পড়ুন সমলিঙ্গের বিয়েতে এখনও তীব্র আপত্তি মোদি সরকারের
আরও বলা ভাল আরও একটা রামধনু বিপ্লব অপেক্ষা করছে ভারতের বুকে। আবারও একটা ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট কার্যত খুলে দিতে চলেছে সমলিঙ্গদের বিয়ের আইনি বিয়ের অধিকার। ভারতে এখন অনেক পুরুষই তাঁদের জীবনসঙ্গী বা বিয়ে করার জন্য বেছে নিয়েছেন অপর কোনও পুরুষকেই। অনেক মেয়েও বিয়ে করেছে মেয়েদের। কিন্তু সেই সব বিয়ে আইনি স্বীকৃতি পায়নি। তার জেরে দেশের আর পাঁচজন দম্পতি যে সব আইনি সুযোগসুবিধা পান তা থেকে বঞ্চিত থেকে যাচ্ছিলেন এই সব সমকামী দম্পতিরা। ভাগবত যদি সঙ্ঘের বার্তা পরিচ্ছন্ন ভাবেই দিতে সমর্থ হয়ে থাকেন তো এবার কেন্দ্র সরকারও তাঁদের হলফনামায় এই বিয়ে নিয়ে কোনও আপত্তি জানাতে পারবে না। যার অর্থ সুপ্রিম কোর্টে আরও একটা ঐতিহাসিক রায় এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।