এই মুহূর্তে

শৌচাগারে গোপন ক্যামেরায় তুলছিল মহিলাদের ছবি, প্রেক্ষাগৃহে বমাল পাকড়াও কিশোর

নিজস্ব প্রতিনিধি: এবার শিরোনামে বেঙ্গালুরুর আরজিবি লেজার অ্যাটমস প্রেক্ষাগৃহ। জানা গিয়েছে, সিনেমা হলের মহিলা শৌচাগারের ভেতরে মহিলাদের ভিডিও রেকর্ড করছিল এক কিশোর ছেলে। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন একজন মহিলা। তিনি চিৎকার করতে শুরু করলেই এলাকা নিমেষেই বিশৃঙ্খল হয়ে ওঠে। এবং হল কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। মহিলাকে ছেলেটিকে তিরস্কার করতে দেখা গিয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাদামী শার্ট পরা মহিলা কিশোর ছেলেটির মুখোমুখি হয়েছেন।এবং তাঁকে বারবার কু ইশারা দিতে দেখা যায় ছেলেটিকে।

ভিডিওতে একজন পুলিশ অফিসারকেও দেখা গিয়েছে। মহিলার পাশাপাশি হলের ভিতরে থাকা বেশ কয়েকজন পুরুষও ছেলেটির মর্মান্তিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একটি প্রতিবেদন অনুসারে, গতকাল পুনরায় মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি “নুভু নাকু নাচাভ”-এর প্রদর্শনীর সময় এই ঘটনাটি ঘটেছে। মহিলাদের শৌচাগারের ভেতরে একটি গোপন ক্যামেরা পাওয়া গিয়েছে। যা সিনেমাপ্রেমীরা যখন ওয়াশরুম ব্যবহার করে বেরিয়ে আসেন, তখন দেখতে পেয়েছিলেন। আর এই সব কর্মকান্ড ওই ছেলেটির। যে মহিলাদের শৌচাগারে গোপন ক্যামেরা ফিট করে ভিডিও ধারণ করছিল। তবে স্থানীয় বাসিন্দারা কিশোর ছেলেটিকে ধরে পুলিশের হাতে তুলে দেন। কর্তৃপক্ষ আসার আগেই জনসাধারণ তাঁকে লাঞ্ছিত করেন, মারধর করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Namma Bengaluru (@nammabengaluroo)

তবে পুলিশ যুবকটিকে হেফাজতে নিয়েছে। তাঁর ক্যামেরা বাজেয়াপ্ত করেছে। কোনও ফুটেজ রেকর্ড করা হয়েছে নাকি কোনও ফুটেজ প্রচার করা হয়েছে, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্লিপটি ভাইরাল হলে, অনেকেই ছেলেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “মানুষ মনে করে যেকোনও কিছু রেকর্ড করা ভাল…” আরেকজন লিখেছেন, “তার বয়স দেখুন। আমার বমি বমি ভাব হচ্ছে। বাবা-মাকে দোষারোপ করা উচিত।” অন্যজন লিখেছেন, ‘যদি সে নাবালক হয় তবে তাঁর মাত্র ৬ মাসের জন্য জেল হবে, যদি তার বয়স ১৮+ হয় তবে তাকে জেল এবং মাত্র ১০০০ টাকা জরিমানা করা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

রাজনীতির খেল, মহারাষ্ট্রে পুরভোটে জোট বাঁধল বিজেপি-কগ্রেস

স্বপ্নপূরণ! ১০ কন্যাসন্তানের পর কোল আলো করল ছেলে, ১৯ বছরে ১১ বার মা সুনীতা

বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ