এই মুহূর্তে




অশীতিপর ‘অক্ষম’ মহিলাকে বিমানবন্দরে নগ্ন করে পরীক্ষা, সাসপেন্ড বিমানবন্দর কর্মী

নিজস্ব প্রতিনিধিঃ শারীরিকভাবে অসুস্থ, হুইলচেয়ারে থাকা এক অশীতিপর বৃদ্ধাকে সম্পূর্ণ নগ্ন করে তল্লাশি চালানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোয়াহাটির বিমানবন্দরে। এই ঘটনাকে কেন্দ্র করে এমন বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনার কিছুক্ষণ পরেই অভিযুক্ত ওই বিমানবন্দরের কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। জানা যাচ্ছে, হুইলচেয়ারে থাকা ওই অসুস্থ বৃদ্ধার শরীরে বসানো রয়েছে ধাতব পাত। পরীক্ষা করার যন্ত্রে সেই পাতের সন্ধান পাওয়ার পরেই তাঁর তল্লাশি নেওয়া শুরু করেন ওই সিআইএসএফ কর্মী। অভিযোগ, জোর করে ওই বৃদ্ধাকে নগ্ন করা হয়। এমনকি তল্লাশির নামে ওই বৃদ্ধাকে জোর করে অন্তর্বাস এমনকি ডাইপার পর্যন্ত খুলতে বাধ্য করা হয়। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে।

গোয়াহাটি বিমানবন্দরে যে বৃদ্ধা মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর মেয়ে সম্প্রতি গোটা বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। মালো কিকন নামে ওই বৃদ্ধার মেয়ে ডলি কিকন টুইটারে এই ঘটনা প্রসঙ্গে লেখেন, ‘আমার ৮০ বছরের বৃদ্ধা শারীরিক ভাবে অশক্ত মা’কে সিআইএসএফ নিরাপত্তা কর্মীরা তল্লাশির সময় গুয়াহাটি বিমানবন্দরে নগ্ন হতে বাধ্য করে। মায়ের শরীরে টাইটেনিয়াম হিপ ইমপ্ল্যান্ট রয়েছে তারই প্রমাণ খুঁজতে এই তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা এবং সেই কারণেই তাঁকে রীতিমতো জোর করে নগ্ন করা হয়।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘অসহ্য! আমার ৮০ বছরের অশক্ত মা’কে জোর করে অন্তর্বাস খুলতে পর্যন্ত বাধ্য করা হয়েছে।’ 

ওই মহিলার পোস্টটি ভাইরাল হতেই কার্যত নড়েচড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে জানিয়েছেন, তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখবেন। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সিআইএসএফ কর্মীকে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ