এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চলন্ত ট্রেনে স্ত্রীকে তিন তালাক দিয়ে চম্পট স্বামীর

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে ফের নির্যাতিতা মুসলিম মহিলা। চলন্ত ট্রেনে স্ত্রীকে তিন তালাক বলে পালাল স্বামী। চমকপ্রদ ঘটনার সাক্ষী ভোপাল। তিন তালাক প্রথা ভারতে আইনি নিষিদ্ধ হলেও কোথাও কোথাও এখনও এর অত্যাচার চলছে। ইসলাম ধর্মে স্ত্রীর সঙ্গে যদি তাঁর স্বামী আর থাকতে না চায়, তাহলে সে যেকোনও সময়ে তাঁকে তালাক তালাক তালাক কথাটা তিনবার বলে মৌখিকভাবে বিচ্ছেদ করে নিতে পারতো, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছিল। আর এই তিন তালাক কথাটি স্বামীরা ফোন বা ম্যাসেজ বিভিন্নভাবেই বলতে পারতেন। আর তাতেই সংসার ভাঙত সেই দম্পতির। কিন্তু মোদি সরকারের রাজত্বে ২০১৯ সালেই তিন তালাক কে আইনি মারপ্যাঁচে ফেলে দেওয়া হয়েছে।

যার ফলে দুমদাম করে তিন তালাক বললেই আর বিচ্ছেদ হবে না। কিন্তু তা কে শুনছে, আজও এই বাড়াবাড়ি চলছেই। ২৯ এপ্রিল ভোপালের ঝাঁসি জংশনের ঠিক আগে চলন্ত ট্রেনে স্ত্রীকে মারধর করে তিন তালাক বলে ট্রেন থেকে নেমে পালাল স্বামী। অভিযুক্তর নাম মোহাম্মদ আরশাদ (২৮)। ঘটনার দিন তিনি তাঁর স্ত্রী আফসানার (২৬) সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিলেন। কিন্তু আচমকাই ঝাঁসি স্টেশনের আগে স্ত্রীকে মারধর করতে শুরু করে মোহাম্মদ আরশাদ, এরপরেই সে স্ত্রীকে তিন তালাক বলে ট্রেন থেকে নেমে পালায়। ঘটনায় নির্যাতিতা স্ত্রী আফসানা প্রথমে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁরা তাঁকে কানপুর দেহাত পুখরায়ানে ফেরত পাঠায়।এবং সেখান থেকে সে দিনের শুরুতে ভোপালের ট্রেনে ওঠে। এবং পাশাপাশি পুলিশের কাছে FIR দায়ের করেছে এবং অভিযুক্তকে খোঁজা শুরু করেছে। আরশাদ পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তিনি ভোপালের একটি প্রাইভেট ফার্মে কর্মরত।

চলতি বছরের ১২ জানুয়ারি সে রাজস্থানের কোটার বাসিন্দা আফসানাকে বিয়ে করেন। তাঁকে বৈবাহিক বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল। আফসানা অভিযোগে বলেছে যে, গত সপ্তাহে যখন পুখরায়নে আরশাদের পৈতৃক বাড়িতে আফসানা গিয়েছিলেন, তখন তিনি জানতে পারেন আরশাদ ইতিমধ্যেই বিবাহিত। তখন সে আরশাদের কাছে জবাব চায়, এবং বিষয়টি ধামাচাপা দিতে তখন আরশাদ এবং তাঁর মা যৌতুকের দাবিতে আফসানাকে হয়রানি করতে শুরু করেন। এরপরেই অফসানাকে নিয়ে বাড়ি ফেরার নামে ট্রেনে চাপিয়ে প্রচুর মারধর করে আরশাদ, এবং চলতি ট্রেনের মধ্যেই আফসানাকে তিন তালাক বলে ট্রেন থেকে নেমে যান আরশাদ।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে, আফসানাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সাহায্য চেয়েছেন এবং এমন লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সার্কেল অফিসার (সিও) প্রিয়া সিং বলেছেন যে, মহিলার অভিযোগের ভিত্তিতে তার স্বামী আরশাদ, তার মামা আকিল, বাবা নাফিসুল হাসান এবং মা পারভীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে, এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ২০১৯ সালে তিন তালাক প্রধা বিলোপের সময় সরকারের তরফে যুক্তি ছিল পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের তালাকের প্রথা বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই। ১৯২৯ সালে মিশরে ও সুদানে, ১৯৫৬ সালে পাকিস্তানে, ১৯৭২ সালে বাংলাদেশে, ১৯৫৯ সালে ইরাকে, ১৯৫৩ সালে সিরিয়ায়, ১৯৬৯ সালে মালয়েশিয়ায় তিন তালাক প্রথা বিলোপ করা হয়েছিল। আর ভারতে এই ধরনের একটি প্রথা বন্ধ করতে ৭০ বছর সময় লেগে গেল। মোদী সরকারের এই আইনের ফলে দেশের মুসলিম মহিলাদের সামাজিক, সাংবিধানিক অধিকার রক্ষা পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিতে প্রচারে বেরিয়ে গেরুয়া গুন্ডাদের হাতে আক্রান্ত কানহাইয়া কুমার

চতুর্থ পর্বে ভোটদানের হার কত? চূড়ান্ত রিপোর্ট প্রকাশ নির্বাচন কমিশনের

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

বিজেপির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত স্বাতী মালিওয়াল, বিস্ফোরক অভিযোগ আপের

‘আমার ছেলেকে আপনাদের হাতেই সঁপে দিলাম’, রায়বরেলির সভায় আবেগপ্রবণ সোনিয়া

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরির দায়ের মামলায় রায়দান স্থগিত শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর