28ºc, Haze
Friday, 24th March, 2023 8:45 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচারপতি নিয়োগের জন্য বর্তমানে যে কলেজিয়াম পদ্ধতি রয়েছে তা সেরা প্রথা বলেই দাবি করেছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত কনক্লেভে কলেজিয়াম প্রথার পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি বলেন, ‘কোনও পদ্ধতিই একদম সঠিক তা বলা যায় না। কিন্তু এটা বলতে পারি, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে কলেজিয়াম প্রথা রয়েছে, তা সেরা। আসমরা প্রতি মুহুর্তেই এই পদ্ধতিতে উন্নতি ঘটানোর চেষ্টা চালাচ্ছি। অনেক কিছু মাথায় রেখে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করেন কলেজিয়ামের সদস্যরা।’
সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে গত কয়েক বছর ধরেই মোদি সরকারের সঙ্গে শীর্ষ আদালতের মতবিরোধ চরমে উঠেছে। বর্তমানে বিচারপতি নিয়োগ ও বদলির গুরুদায়িত্ব পালন করে সুপ্রিম কোর্টের পাঁচ সিনিয়র বিচারপতির কলেজিয়াম। মনপসন্দ ব্যক্তিদের বিচারপতি পদে বসাতে কলেজিয়াম প্রথার অবলুপ্তি ঘটিয়ে জাতীয় বিচার নিয়োগ কমিশন গঠনের মতো সিদ্ধান্তও নিয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। যদিও মোদি সরকারের ওই উদ্যোগ ভেস্তে দিয়েছে শীর্ষ আদালত।
কলেজিয়াম প্রথার পক্ষে সওয়াল করার পাশাপাশি বিচারব্যবস্থার স্বাধীনতার পক্ষেও সওয়াল করেছেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘বাইরের প্রভাব থেকে রক্ষা পেতে হলে বিচারব্যবস্থাকে স্বাধীনতা দিতে হবে।’ শীর্ষ আদালতের বিচারপতিরা কোনও চাপের কাছে মাথানত করেন না বলে দাবি করে প্রধান বিচারপতি বলেন, ‘মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এটাই প্রমাণ করে যে কোনও চাপের মুখে কাজ করতে হয় না বিচারপতিদের।’