24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:38 am
নিজস্ব প্রতিনিধি: দলে কি অবদান রাখা নারীর সংখ্যা কম পড়িয়াছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক মহলে, কেন না সিপিআইএমের (CPIM) সর্বভারতীয় মহিলা সমিতির (AIDWA) সম্মেলনে এবার শোভা পাচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Pakistani PM Benazir Bhutto) ছবি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি (BJP)।
কেরলের তিরুবনন্তপুরমে সিপিআইএম (CPIM)-এর মহিলা শাখা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন (AIDWA) এর সর্বভারতীয় সম্মেলন শুরু হতে চলেছে আগামী ৬ জানুয়ারি থেকে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। দেশের ২৫টি রাজ্য থেকে ৮৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। সর্বভারতীয় মহিলা সমিতি এই সম্মেলনে সম্মান জানাবে পশ্চিমবঙ্গের ফুল্লরা মণ্ডল (Phulora Mondal), হরিয়ানার শীলা বুটানা (Sheela Butana) ও শকুন্তলা (Shakuntala), ওড়িশার সংযুক্তা শেট্টি (Samyukta Shetty) এবং তামিলনাড়ুর রেবতীকে (Revathi)। তাঁদেরকে প্রতিরোধের প্রতীক হিসাবে সম্মান জানানো হবে।
তিরুবনন্তপুরমের পালায়ম এলাকায় এই সম্মেলনের এক পোস্টার লাগানো হয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন (AIDWA) এর তরফে। সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি রয়েছে। পোস্টারে বেনজির ভুট্টোর ছবি রাখার পাশাপাশি তাঁর নামে পালায়ম জংশনে একটি শহীদ স্মৃতিস্তম্ভও করা হয়েছে। কেরল বিজেপির তরফে এই পোস্টার সরানোর দাবি তোলা হয়েছে ইতিমধ্যে। কেরলের বিজেপির মুখপাত্র সন্দীপ বাচস্পতি টুইটারে এই পোস্টারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভারতের বিরুদ্ধে ১০০০ বছরের যুদ্ধ ঘোষণা করা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি শোভা বাড়াচ্ছে সিপিএমের মহিলা শাখার জাতীয় সম্মেলনের পোস্টারে’। যদিও বিজেপির সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ বামপন্থী এই মহিলা সমিতি।