এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেরলে Houseboat দুর্ঘটনায় মৃত বেড়ে ২২, নিখোঁজ বহু

নিজস্ব প্রতিনিধি: রবি সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে ভগবানের আপন দেশে। কেরলের(Kerala) মালাপ্পুরম(Mallapuram) জেলার থুভাল থিরাম এলাকায় Houseboat উল্টে মারা গিয়েছেন বেশ কিছু পর্যটক(Tourists)। সন্ধ্যা ৭টা নাগাদ সেই দুর্ঘটনা(Accident) ঘটলেও উদ্ধারকাজ শুরু হয় অনেকটাই দেরীতে। একই সঙ্গে অন্ধকারের জন্য উদ্ধারকাজ শুরু করতেও বেশ কিছুটা অসুবিধা হয়। এরপর মাঝ রাত পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চালায় স্থানীয় প্রশাসন। সোমবার সকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ৭জনকে উদ্ধার করা হলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে এখনও ১০-১২জন পর্যটক নিখোঁজ রয়েছেন। মনে করা হচ্ছে তাঁরা দুর্ঘটনাগ্রস্থ Houseboat’র ভিতরে আটকে আছেন বা তার নীচে চাপা পড়ে গিয়েছেন। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই সঙ্গে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

আরও পড়ুন শুভেন্দুকে ধাক্কা দিয়ে ব্যক্তিবাদ সরছে বঙ্গ বিজেপি থেকে, নজরে আদর্শ

মালাপ্পুরমের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল থুভাল থিরাম। সেখানেই রবি সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্থ Houseboat-এ ৪০জন পর্যটক আনন্দ উপভোগ করছিলেন একটি জলাশয়ের মধ্যে। কিন্তু সেই Houseboat হঠাৎ করে উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটলেও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছায় রাত ৮টা নাগাদ। তারপর আলো জোগাড় করে উদ্ধারকাজ শুরু হতে হতে রাত ৯টা বেজে যায়। এরপর সময় যত গড়িয়েছে ততই নিথর পর্যটকদের দেহ উদ্ধারের সংখ্যা বেড়ে গিয়েছে। মাঝরাত পর্যন্ত সেই উদ্ধারকার্যে মোট ২২জনের দেহ উদ্ধার করা গিয়েছে যাদের বেশির ভাগই আবার শিশু ও মহিলা। ৭জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। একই সঙ্গে এখনও ১০ থেকে ১২জন পর্যটক নিখোঁজ বলে জানা গিয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান। উদ্ধারকারী দলের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন। এদিন সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। 

আরও পড়ুন বঙ্গের ৫ জেলার ২২টি স্থানে ৬০০ কোটিতে তেল-গ্যাসের অনুসন্ধান

কেরলের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে রবিবার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এত প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। ওই টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সকালেই দুর্ঘটনাস্থলে আসছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

LIVE: দ্বিতীয় দফায় ৮৮ আসনে শুরু ভোটগ্রহণ

হরিয়ানার ৮ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রোহতকে দীপেন্দ্র হুডা

দ্বিতীয় দফার ভোটে ইভিএম বন্দি হবে রাহুল গান্ধি-শশী থারুরের ভাগ্য

দ্বিতীয় দফায় ৩৯০ প্রার্থী ‘কোটিপতি’ আর ‘দাগি’ ২৫০ ভোট প্রত্যাশী

শুক্রবারের ভোটে ৪৫ কেন্দ্রে লাল সতর্কতা, সর্বাধিক আসন কেরলে

নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে গাড়ি থেকে উদ্ধার ২ শিশুর মৃতদেহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর