এই মুহূর্তে




বিহারে বিধানসভা নির্বাচনে CPI (ML)-র হয়ে লড়বেন সুশান্ত সিংহ রাজপুতের তুতো বোন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে  প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদি দিব্যা গৌতমকে । তাঁকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) এর প্রাক্তন নেত্রী গৌতমকে দিঘা বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে। বুধবার তার মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। 

 ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের এক নেতা বলেছেন,  "মহাগঠন প্রার্থীদের ঘোষণা এখনও করা হয়নি। তাই, আমরা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছি। খুব সম্ভবত, দিব্যা বুধবার (১৫ অক্টোবর) দিঘা নির্বাচনী এলাকা থেকে তার মনোনয়নপত্র জমা দেবেন।" 

জেনে নিন দিব্যার পরিচয়
দিব্যা হলেন পাটনার তরুণ ও জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো বোন। দিব্যা ৬৪তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় প্রথমবারের মতো উত্তীর্ণ হন।  পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সময় দিব্যা সিপিআই(এমএল)এল-এর ছাত্র সংগঠন অল-ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের  সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১২ সালে ছাত্র ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। পরে, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি ইউজিসি-নেট পাস করেন এবং বর্তমানে পিএইচডি করছেন।
সমাজসেবার প্রতি আরও বেশি আগ্রহী, দিব্যাকে এমন একজন প্রার্থী হিসেবে দেখা হচ্ছে যিনি মহিলা ভোটারদের পাশাপাশি তরুণদেরও আকর্ষণ করবেন এবং বিজেপির বর্তমান বিধায়ক সঞ্জীব চৌরাসিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন যিনি ২০১৫ এবং ২০২০ সালে টানা দুইবার দিঘা থেকে জয়ী হয়েছিলেন। সঞ্জীবও কোনও সাধারণ প্রার্থী নন। তিনি প্রবীণ বিজেপি নেতা এবং সিকিমের প্রাক্তন রাজ্যপাল গঙ্গা প্রসাদের ছেলে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশন বিহারের বিরোধী জোট 'মহাগঠবন্ধন'-এর অংশ, যার মধ্যে রাষ্ট্রীয় জনতা দল (RJD) এবং কংগ্রেসও রয়েছে। বিহারে বিরোধী জোট এখনও পর্যন্ত তাদের আসন ভাগাভাগির সূত্র ঘোষণা করেনি, তবে ছোট জোটগুলি তাদের নিজ নিজ প্রার্থীদের নাম ঘোষণা করেছে।আরজেডি, কংগ্রেস, সিপিআই(এমএল)এল, সিপিআই, সিপিআই(এম) এবং ভিআইপিদের নিয়ে গঠিত মহাজোটের মধ্যে আসন বণ্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা  গিয়েছে এবং এক বা দুই দিনের মধ্যে তা ঘোষণা করা হতে পারে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিষেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ৫ বছরে দেশে বেকারের পরিসংখ্যান জানাল সংসদে

স্কুলেই মিড ডে মিলের রাঁধুনির সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন শিক্ষক, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

‘বাড়ি যেতে চাই’, পড়াশোনার চাপে শৈশব হারিয়ে কাঁদছে শিশুরা

বিরোধীদের বিরাট জয়, সঞ্চার সাথী অ্যাপ নিয়ে নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

শখ করে KTM-এর নাম রেখেছিলেন ‘লায়লা’, সেই বাইক দুর্ঘটনাতেই বলি তরুণ ব্লগারের

দিল্লি সফরে প্রাণঘাতী হামলার আশঙ্কা? পুতিনের পাহারায় ৫ স্তরের নিরাপত্তা বলয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ