নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সকালেই সুখবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে এদিন সকালে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৮৭৯৫ জন। ২০১ দিন পরে সংক্রমনের গ্রাফ কুড়ি হাজারের নিচে নামল। এই খবরে চরম স্বস্তিতে দেশের চিকিৎসক মহল।
অন্যদিকে সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমেছে মৃতের সংখ্যা। কেন্দ্রের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। সোমবার এই সংখ্যাটাই ছিল ২৭৬। অর্থাৎ এক ধাক্কায় মৃতের সংখ্যা প্রায় একশো কমে গিয়েছে। তবে আগের দিনের থেকে সামান্য কমেছে সুস্থতার হার। হিসাব বলছে একদিনে সুস্থ হয়ে উঠেছে ২৬,০৩০ জন। আগের দিন এই সংখ্যাটি ছিল ২৯,৬২১ জন।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে ভারতে। রাজধানী দিল্লিসহ দেশের একাধিক রাজ্যই আজ মৃত্যুশূন্য। তবে দক্ষিণের কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্যে এখনও আক্রান্তের হার বেশী রয়েছে। কিন্তু তারপরেও দেশের করোনা পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে তা কার্যত স্পষ্ট। কয়েকজন বিশেষজ্ঞের অনুমান, ভারতে ইতিমধ্যেই এন্ডেমিক শুরু হয়েছে। অর্থাৎ করোনা মহামারির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের দেশ। আর কয়েকমাস দেশের মানুষ যদি এইভাবেই সতর্কতা অবলম্বন করে তাহলেই করোনার হাত তেহকে পুরোপুরি মুক্তি পাবে ভারত।