30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:34 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী আর্থিক বর্ষে অর্থাৎ ২০২৩-২০২৪ সালে দেশের জিডিপির হার তিন বছরের মধ্যে সবচেয়ে কম হতে পারে। মঙ্গলবার লোকসভায় পেশ করা আর্থিক সমীক্ষাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর্থিক সমীক্ষা অনুযায়ী, আগামী আর্থিক বর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। সেই সঙ্গে মূল্যবৃদ্ধি অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দীর্ঘস্থায়ী হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামিকাল বুধবার সংসদে জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা ভোটের আগে এটাই হচ্ছে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভোট রাজনীতির কথা মাথায় রেখে বাজেটে সাধারণ মানুষের জন্য বেশ কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে বলে চর্চা চলছে। বাজেট পেশের আগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার লোকসভায় আর্থিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী বছর দেশের অর্থনৈতিক হাল কী দাঁড়াতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে ওই সমীক্ষায়।
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, আগামী অর্থ বর্ষে দেশের মোট জাতীয় অভ্যন্তরীণ উৎপাদন দাঁড়াতে পারে ৬ থেকে ৬.৮ শতাংশে। চলতি আর্থিক বর্ষে যেখানে জিডিপি অর্থাৎ আর্থিক বৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ। ২০২০-২০২১ অর্থবর্ষে জিডিপি ছিল ৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ আগের দুই বছরের চেয়ে অনেকটাই কমছে জিডিপি। তবে আর্থিক বৃদ্ধের হার গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম হলেও ক্রয়ক্ষমতার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বলে আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে। মূল্যবৃদ্ধির জ্বালাতেও সাধারণ মানুষকে জ্বলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।