এই মুহূর্তে




বিএসএফ এয়ার উইংয়ের প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন ভাবনা চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার পেল সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এয়ার উইং শাখা। ৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার পেল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী ইন্সপেক্টর ভাবনা চৌধুরী সহ চারজন অধঃস্তন পুরুষ আধিকারিককে ফ্লাইং ব্যাজ প্রদান করেছেন।

১৯৬৯ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের (এমএইচএ) বিমান চালনা ইউনিট পরিচালনার দায়িত্বে রয়েছে বিএসএফ। এই বিভাগটি এনএসজি এবং এনডিআরএফের মতো সমস্ত আধাসামরিক বাহিনী এবং বিশেষ বাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা পরিপূরণ করে। বিএসএফের আধিকারিকরা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “পাঁচজন অধঃস্তন আধিকারিক বিএসএফ বিমান শাখার প্রশিক্ষকদের দ্বারা প্রাথমিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। সম্প্রতি তারা দু’মাসের দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।”

অগস্ট থেকে শুরু হয়েছিল প্রশিক্ষণ। দু’মাস ধরে অভ্যন্তরীণ প্রশিক্ষণ চলেছে পাঁচজন কর্মীর। ১৩০ ঘণ্টা কাজের দক্ষতা প্রমাণ করেছেন তাঁরা। পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে সাম্প্রতিক বন্যার সময় বিএসএফ বিমান শাখা কাজের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছিল। এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, “বিএসএফের বিমান শাখা তাদের এমআই-১৭ হেলিকপ্টারের ক্ষেত্রে ফ্লাইট ইঞ্জিনিয়ার ঘাটতির মতো তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছিল। সেই জন্য ভারতীয় বায়ু সেনা (আইএএফ) প্রথম ব্যাচের ৩ জন অধঃস্তন আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছিল। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পাঁচজন কর্মীর দ্বিতীয় ব্যাচ সেখানে প্রশিক্ষণের সুযোগ পায়নি।”

এরপর বিএসএফ তাদের বিমান শাখার ফ্লাইট ইঞ্জিনিয়ারদের প্রস্তুতির জন্য একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার অনুমতি চায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। অনুমতি আসার পর ইন্সপেক্টর ভাবনা চৌধুরী সহ পাঁচজন কর্মী সম্প্রতি তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন করেন। ইন্সপেক্টর চৌধুরী হলেন বিএসএফ বিমান শাখার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার। এই ইউনিটটির উপর থাকবে Mi 17 1V, Mi 17 V5, Cheetah এবং ALH ধ্রুবের মতো হেলিকপ্টার ছাড়াও ভিআইপি দায়িত্ব পালনের জন্য একটি ফিক্সড উইং এমব্রায়ার জেটের দায়িত্ব।

১৯৬৫ সালে গঠিত হয়েছিল বিএসএফ। প্রায় ৩ লক্ষ কর্মী নিয়ে গঠিত বিএসএফ মূলত পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ