এই মুহূর্তে




প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

নিজস্ব প্রতিনিধি: কুমার শানু, প্রখ্যাত ভারতীয় গায়ক। হিন্দি-বাংলা মিলিয়ে প্রায় কয়েক হাজার গান উপহার দিয়েছেন ভারতীয়দের। তাঁর খ্যাতি শুধু দেশেই আটকে নেই, বিদেশেও প্রসারিত হয়েছে। নব্বই দশকের বলিউডের অন্যতম প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার তিনি। তবে পেশাগত জীবন তাঁর উন্নত হলেও ব্যক্তিগত জীবন বিতর্কে মোড়া। বাস্তবে দুইবার বিয়ে করেছেন কুমার শানু। এবার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার মানহানির মামলা ঠুকলেন গায়ক। এতে তিনি ভাবমূর্তি নষ্ট করার জন্যে ক্ষমা চাওয়ারও দাবি করেছেন। জানা গিয়েছে, কুমার শানু তাঁর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে মুম্বই হাইকোর্টে এই মামলাটি দায়ের করেছেন।

আবেদনে রীতাকে শানু এবং তাঁর পরিবারের বিরুদ্ধে যে কোনও পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শানুর দাবি, দীর্ঘদিন ধরেই রীতা তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একাধিক মানহানিকর পোস্ট করেছেন। যাতে সুনাম নষ্ট হয়েছে শানুর। ২০২৫ সালের সেপ্টেম্বরে রীতার একটি সাক্ষাৎকারের পর এই পদক্ষেপ নিয়েছেন গায়ক। কুমার শানু আবেদনে জানিয়েছেন, রীতার এই সাক্ষাৎকার বিবাহবিচ্ছেদের সময় প্রদত্ত সম্মতির শর্তাবলী লঙ্ঘন করেছে। ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রার পারিবারিক আদালতে শানু এবং রীতার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তখন আদালতের নথিতে বলা হয়েছিল যে, ভবিষ্যতে কেউই কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে পারবেন না।

কিন্তু রীতা এই শর্ত লঙ্ঘন করে কুমার শানু ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানারকম সম্মনাহানিমূলক পোস্ট করেছেন। তাঁকে মানসিক চাপ দিয়েছেন। যা আইনি নথির লঙ্ঘন করা বোঝায়। এদিকে কুমার শানুর তাঁর প্রাক্তন স্ত্রী রীতা অসংখ্য অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, শানুর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের ঘটনা তাঁকে পুরোপুরি হতবাক করে দিয়েছে। গর্ভাবস্থার সময়ে শানু তাঁকে অত্যাচার করতেন। খাবার ও ওষুধ দিতেন না। গর্ভবতী অবস্থাতেই আদালতে হাজির হতে বাধ্য করেছিলেন। বিচ্ছেদের পর শানু তাঁদের ছেলেদের পরিত্যাগ করেছিলেন। শানু বাড়ি ছেড়ে যাওয়ার পর, প্রতিদিন তাঁকে ১০০ টাকা করে পাঠাতেন। মাইক্রোওয়েভ এবং ফ্যান সব নিয়ে বাড়ি ছেড়েছিলেন গায়ক। বাড়িতে দুধ এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এই ভাবে শানু তাঁর আর রীতার তিন সন্তানকে নির্যাতন করেছেন। এবার তাঁর এই সমস্ত কথা ভুল প্রমানিত করতে রীতার বিরুদ্ধে ৩০ লাখের মানহানির মামলা ঠুকলেন কুমার শানু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জঙ্গি হাদির মৃত্যুর বদলা নিতে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার হুমকি

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

একদশক ধরে ছেলে কোমায়!‌ বাবা–মা স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন সুপ্রিম কোর্টে, আদালত কী বলল?‌

হায়দরাবাদে গানের অনুষ্ঠানে অভিনেত্রী নিধিকে চরম হেনস্থা, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ