এই মুহূর্তে




কানে হেডফোন লাগিয়ে শৌচালয়ে বসেই হাইকোর্টের শুনানিতে ভার্চুয়ালি অংশ, বেনজির ঘটনা মোদির রাজ্যে




নিজস্ব প্রতিনিধি: বেনজির ঘটনা মোদির রাজ্যে! মলত্যাগ করতে করতে আদালতের শুনানিতে ভার্চুয়ালি অংশ নিলেন এক ব্যক্তি, তাও আবার হাইকোর্টে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে, গত ২০ জুন গুজরাত হাইকোর্টের বিচারপতি নির্জর এস দেশাইয়ের তত্ত্বাবধানে। যেখানে এক ব্যক্তিকে কানে হেডফোন লাগিয়ে শৌচালয়ে বসেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা গিয়েছে যে, ‘সারমাদ ব্যাটারি’ নামে লগ ইন করা ওই যুবক প্রথমে মোবাইল ফোনটি মেঝেতে রাখেন, এরপর ব্লুটুথ ইয়ারফোন হাতের কাছে আনেন। পরে সে ফোনটি আরও দূরে রাখেন। সেখানেই স্পষ্ট ফুটে ওঠে যে, ব্যক্তিটি টয়লেটে বসে আছেন। হাইকোর্টের শুনানি চলাকালীনই তিনি টয়লেট ফ্লাশ করছেন। নিজেকে পরিষ্কার করছেন। এবং ওয়াশরুম থেকে বেরিয়ে যাওয়ার আগে প্যান্টটি পরে নিচ্ছেন। শুধু তাই নয়, মলত্যাগ করতে করতেই আদালত কক্ষে বিচারের সময় ব্যাক্তিকে যুক্তি উপস্থাপন করতে দেখা যায়।

যেখানে একটি চেক বাউন্স মামলার শুনানি চলছিল। এই ঘটনায় রীতিমতো থমকে গিয়েছে নেটমহল। বার অ্যান্ড বেঞ্চের মতে, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটি পরে ঘর থেকে কনফারেন্সে অংশ নিয়েছিলেন। তিনি একটি এফআইআর বাতিলের মামলার অপরাধী ছিলেন। তবে তার বিরুদ্ধে কোন শাস্তি ঘোষণা কড়া হয়েছে কিনা জানা যায়নি। তবে আদালতের প্রতি ওই ব্যক্তির এমন অবহেলা দেখে গর্জে উঠেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া, একজন বলেছেন, “হয়তো তাঁর কোষ্ঠ কাঠিন্য বাপেটের সমস্যা হয়েছে।” আরেকজন বলেন, “ওই ব্যক্তির অনলাইন কার্যক্রম নিষিদ্ধ করা উচিত ছিল।” একজন ব্যবহারকারী মন্তব্য করেছিলেন, “আদালত থেকে শৌচাগারে। এটা সত্যিই দুঃখজনক, সমাজসেবার জন্য পাঠানো উচিত, অন্তত ক্যামেরা বন্ধ করে দিন।” আরেকজন প্রশ্ন তুলেছেন, “এটা কি আমাদের দেশের আইনের অবস্থা নিয়ে নীরব প্রতিবাদ?”

 

তবে এই প্রথম নয়, এর আগেও আদালতের অধিবেশন চলাকালীন অনুপযুক্ত আচরণ করা হয়েছে। মার্চ মাসে, গুজরাত হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে আদালতের নিয়ম অমান্য করার জন্য একজন ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছিল। বিচারক তাঁকে ২ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। ৪২ বছর বয়সী ধাওয়াল প্যাটেল, তিনিও একটি শৌচাগার থেকে যোগ দিয়েছিলেন। এর আগে একজনকে বিছানায় শুয়ে বিচারে অংশগ্রহণের জন্যে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ