এই মুহূর্তে




পাকিস্তানি-বাংলাদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগ, অসমে গ্রেফতার ধারাবাহিক হামলার পরিকল্পনাকারী জঙ্গি

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে বিস্ফোরণের পর থেকে দেশজুড়ে সক্রিয় গোয়েন্দারা। অসমের দারাং জেলার খারুপেটিয়া থেকে সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে পশ্চিম কামারপাড়া গ্রামের বাসিন্দা মুন্সের আলী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক নিরাপত্তা বাহিনী দারাং জেলার খারুপেটিয়া এলাকা থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করে। গ্রেফতার মনসুর আলী পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং মায়ানমার এবং বাংলাদেশ ভিত্তিক ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এর সঙ্গে যুক্ত ছিল। জানা গিয়েছে, মনসুর আলীন গত কয়েক বছর ধরে কেরালায় কাজ করছিলেন। কেরালায় থাকাকালীন মনসুর ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হয়ে কাজ শুরু করেন। তাকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অসমে একটি ঘাঁটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত জিহাদি মায়ানমার এবং পাকিস্তান ভিত্তিক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এর সাথে যুক্ত হয়ে পড়ে।  মুন্সের আলী সম্প্রতি তামিলনাড়ু থেকে খারুপেটিয়ায় ফিরে এসেছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি চরমপন্থীদের সঙ্গে মুন্সের আলীর যোগাযোগ ছিল বলেও অভিযোগ উঠেছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “তামিলনাড়ুতে কাজ করার পর মাত্র কয়েকদিন আগে খারুপেটিয়ায় ফিরে এসেছিল আলী, এবং গোয়েন্দা তথ্য থেকে জানা যাচ্ছে যে সে খারুপেটিয়া এবং রাজ্যের অন্যান্য কৌশলগত স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।” গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অসম পুলিশ তার গতিবিধির উপর নজর রাখছিল। সন্ত্রাসবাদী মনসুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসমে সক্রিয়ভাবে জিহাদি কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছিল। এমনকি স্থানীয় মুসলিম যুবকদের তার জঙ্গি নেটওয়ার্কে যুক্ত করে নেশাগ্রস্ত করার চেষ্টা করছিল বলেও অভিযোগ উঠেছে। পুলিশ আরও জানিয়েছে যে গ্রেফতার হওয়ার মনসুর আসামের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করছিল। হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য, গ্রেফতার মনসুর রোহিঙ্গা স্যালভেশন আর্মি প্রশিক্ষণ শিবিরে অগ্রিম বোমা তৈরির প্রশিক্ষণের জন্য মায়ানমারে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু মায়ানমারে যাওয়ার আগেই, অসম পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ খারুপেটিয়া থানায় ইউএ(পি) আইনের ৩৯(২) ধারা এবং বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। সন্ত্রাসবাদী মডিউল নিয়েও তদন্তের জন্য তাকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছে এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশ মন্ত্রক

আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

ইমরান খান বেঁচে আছেন তো? জেলে তিন সপ্তাহ দেখা করতে পারেননি পরিজনেরা

২ কোটি আধার কার্ড নিস্ক্রিয় করল UIDAI, আপনারটা নেই তো?

২০ বছর পর মিলল খোঁজ, পরিবারের কাছে ফেরার অপেক্ষায় বৃদ্ধা

জাল ‘নন্দিনী ঘি’ চক্রের পর্দা ফাঁস! বেঙ্গালুরু থেকে মাস্টারমাইন্ড দম্পতিকে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ