এই মুহূর্তে




২০২৬ সালের অস্কারে দেশের প্রতিনিধিত্ব করবে ঈশান খট্টর-জাহ্নবী কাপুরের ‘হোমবাউন্ড’

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে নীরজ ঘেয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। ঈশান খট্টর-জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত  ছবিটিকে বেছে নিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই)। ছবিটিকে দেশের বিভিন্ন ক্ষেত্রের ১৪ জন গুণী মানুষ জুরি হিসেবে বেছে নিয়েছেন। অস্কারে যাওয়ার প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ছিল ২৪টি ছবি। তার মধ্যে ছিল অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’। সব ছবিকে পিছনে ফেলে বাজিমাত করল নীরজ ঘেয়ানের ছবি। এবার দেখার বিষয় বিশ্ব মঞ্চ থেকে পুরস্কার জয় করে ফিরতে পারে কিনা ‘হোমবাউন্ড’।

দেশ স্বাধীনের ১০ বছর বাদে ১৯৫৭ সাল থেকে অস্কারে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাঠিয়ে আসছে ভারত। দেশের হয়ে প্রথমবার মনোনয়ন পেয়েছিল মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’। গত বছর অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’। যদিও ওই ছবির মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠেছিল। দেশে সাড়া ফেললেও শীর্ষ সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়নি।

৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards) অনুষ্ঠিত হবে আগামী বছর ১৫ মার্চ। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কুলীণ পুরস্কার হিসাবেই পরিচিত ‘অস্কার’। আগামী ১৯ ডিসেম্বর অ্যাকাডেমির তরফে সারা বিশ্ব থেকে জমা পড়া বিভিন্ন ছবি থেকে ঝাড়াই-বাছাই করে আন্তর্জাতিক ফিচার ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে৷ ২২ জানুয়ারি চূড়ান্ত পাঁচটি ছবির নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, মালায়ালি নির্মাতা ডক্টর বিজুর ‘পাপা বুকা’, আসন্ন অ্যাকাডেমি পুরস্কারের জন্য পাপুয়া নিউ গিনির আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং মালায়ালি অভিনেতা প্রকাশ বারে

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

জুবিনের ময়নাতদন্ত শেষ, সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে গায়কের দেহ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

সমুদ্রে নামার আগে ‘লাইফ জ্যাকেট’ খুলে ফেলেছিলেন জুবিন, বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ