এই মুহূর্তে

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! চলন্ত গাড়িতে এসে ধাক্কা নীলগাই-এর, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল গাড়িতে থাকা এক নিষ্পাপ শিশু। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের গুণা-শিবপুরী জাতীয় সড়ক ৪৬-এ। যেখানে একটি নীলগাই হঠাৎ একটি চলন্ত গাড়িতে ধাক্কা মারায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। আর তখনই গাড়িতে পরিবারের সঙ্গে থাকা শিশুটি প্রাণ হারায়। সূত্রের খবর, গুণার বাসিন্দা সোনু জাট সম্প্রতি তাঁর পরিবারের সঙ্গে হাইওয়ে দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন, তখনই হঠাৎ একটি নীলগাই তাঁদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি এবং নীলগাইয়ের মধ্যে সংঘর্ষ এতটাই তীব্র ছিল, গাড়ির কাঁচ ভেঙে যায়।

যে গাড়িতে থাকা শিশু আনিয়া ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে। মকর সংক্রান্তি উদযাপনের জন্য সোনু তাঁর পরিবারের সঙ্গে গুনা থেকে মাগর্ধা গ্রামে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটি নীলগাই জঙ্গল থেকে দৌড়ে আসে এবং গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে। নীলগাইটির সঙ্গে গাড়ির সংঘর্ষে জানালা ভেঙে যায়। সেই সময় শিশুটি তাঁর মায়ের কোলে বসেছিল। এই সংঘর্ষে ভাঙা কাঁচে লেগে নিষ্পাপ শিশুটির মাথা ফেটে যায়, শরীরে একাধিক আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তানিয়া মারা যায়। এই দুর্ঘটনার ফলে শিশুটির বাবা-মাও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

এরপর ক্যান্টনমেন্ট পুলিশ দুর্ঘটনার বিষয়ে বন বিভাগকে অবহিত করে, যার পরে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় বন দফতরের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গাড়িটি যখন মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে দুটি নীলগাই জঙ্গল থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে পড়ে, যার মধ্যে একটি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ির কাচ ভেঙে ভেতরে আটকা পড়ে। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ, যার ফলে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে বন বিভাগের দলও ঘটনাস্থলে পৌঁছায়। রেঞ্জার এবং বন বিভাগের দল নীলগাইটিকে উদ্ধার করে একটি উদ্ধারকারী গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায়। নীলগাইটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

জামাই আপ্যায়ন! বাবা জীবনের সামনে ২৯০ পদের খাবার সাজিয়ে দিলেন শাশুড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ