-273ºc,
Friday, 2nd June, 2023 3:35 am
নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে মারধরের অভিযোগে শিক্ষককে তাড়া করে পাল্টা মারধর করলেন তার বাবা-মা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলার এক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। ইতিমধ্যে অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ছাত্রকে মারার কথা অস্বীকার করেছেন শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে মারধরের অভিযোগ তোলা হয়েছে ওই স্কুলের শিক্ষক আর ভরতের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলে আর ভরতকে তাড়া করে মারধর করলেন ছাত্রের বাবা-মা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া তিন মিনিটের ভিডিওতে দেখা যায়, ওই দম্পতি শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষকের সঙ্গে চিৎকার করে তর্ক করা শুরু করেন। ছাত্রের মা সেলভি শিক্ষকের উদ্দেশ্যে বলেন, শিশুকে মারা বেআইনি।
চিৎকার তাঁকে বলতে শোনাব যায়, ‘শিশুকে মারা বেআইনি। কে আপনাকে অধিকার দিয়েছে? আপনাকে আমি চপ্পল দিয়ে মারব।’ এরপর ওই ছাত্রের বাবা শিবলিঙ্গম শ্রেণীকক্ষের ভিতরে শিক্ষককে তাড়া করে তাঁকে মারতে শুরু করেন। শিক্ষককে লক্ষ্য করে ছোট ইট বা পাথর জাতীয় বস্তুও ছোঁড়েন। এরপর আর ভরতের চিৎকার শুনে স্কুলের অন্য শিক্ষকরা ছুটে আসেন। গোটা ঘটনার তদন্তে নেমে শিশুটির বাবা মা এবং ঠাকুরদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারিনটেনডেন্ট ডাঃ এল বালাজি সারাভানান বলেন, ‘হামলা, ভয় দেখানো, ষড়যন্ত্র এবং একজন সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি।’