এই মুহূর্তে




‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের




নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ২০২১ সালে দরপত্র ক্রয়ের পর ২০২২ সালে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে টাটা গোষ্ঠী। তারপর থেকে বিমান দুর্ঘটনা প্রায় হয়নি। ২০২৫ সালে হল। আর যা হল তা মারাত্মক।  আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার কেবল বিমানটিই নয়, বহু মানুষের স্বপ্ন ভেঙে চূরমার হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় সব মিলিয়ে ২৬৫ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর এই প্রথম মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন।

তিনি নিজ গোষ্ঠীর কর্মীদের কাছে একটি চিঠি লিখেছেন। তাতে ১২ জুনকে “টাটা গোষ্ঠীর ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনগুলির মধ্যে একটি” বলে অভিহিত করেছেন। নটরাজন লিখেছেন, “গতকাল যা ঘটেছে তা ব্যাখ্যাতীত। আমরা মর্মাহত ও শোকাহত। একজন মানুষকে হারানো হল ট্র্যাজেডি, কিন্তু একসঙ্গে এত জনের মৃত্যু ধারণাতীত। এটি টাটা গ্রুপের ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনগুলির মধ্যে একটি।”

তিনি আরও বলেন যে, গত ২৪ ঘন্টায় ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তকারী একাধিক দল আহমেদাবাদে পৌঁছেছে। নটরাজন আশ্বাস দিয়েছেন যে, টাটা তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করবে এবং ফলাফল সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ থাকবে। তাঁর কথায়, “তথ্য যাচাই করার পর, এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে সে সম্পর্কে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখব। বহু মানুষের আস্থাভাজন একটি গোষ্ঠী হিসেবে, যখন আমরা এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিই, তখন এর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল। সেখানে কোনও আপোস করা হয়নি।”

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 বিধ্বস্ত হয়। বিশাল বোয়িং 787-8 ড্রিমলাইনারটি আবাসিক এলাকার একটি মেডিক্যাল কলেজ হোস্টেলে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ে। তারপরেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ১৬৯ জন ভারতীয় এবং ৫৩ জন ব্রিটিশ নাগরিক সহ ২৩০ জন যাত্রী ছিলেন। দুই পাইলটকে নিয়ে ১২ জন ছিলেন ক্রু সদস্য। এই বিমান দুর্ঘটনায় কার্যত অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন রমেশ বিশ্বাস কুমার নামে এক ব্যক্তি। বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়ায় আশপাশের আরও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই দুর্মাঘটনায় মৃতের সংখ্যা ২৬৫। গিয়েছে মেডিক্যাল হোস্টেলের কয়েকজন ডাক্তারি পড়ুয়া।

১৯৩২ সালে অবিভক্ত ভারতে ‘টাটা এয়ারলাইনস’ চালু করেছিলেন শিল্পপতি জে আর ডি টাটা। সেই বছর ১৭ অক্টোবর করাচি থেকে চিঠিপত্র নিয়ে তিনি স্বয়ং মুম্বই হয়ে চেন্নাই উড়ে যান। এর ছয় বছরের মধ্যে আকাশে ওড়ে টাটা এয়ারলাইনসের প্রথম যাত্রীবাহী বিমান। কয়েক বছরের মধ্যেই নামবদল হয়ে হয় এয়ার ইন্ডিয়া। যদিও পরে তা ভারত সরকার নিয়ে নেয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ