এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ইস্তেহারেও মমতার আঁচল চান সোনিয়া-রাহুল, নজরে জোট বৈঠক

Courtesy - Facebook and Google

কৌশিক দে সরকার: লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দলই নিজেদের ইস্তেহার(Manifesto) বার করে। ২৪’র ভোটেও ইস্তেহার বার হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA’র ইস্তেহার ঠিক কী হবে তা নিয়ে। সূত্রে জানা গিয়েছে, জোটের তরফে একটি কমন ইস্তেহার তৈরি করা হবে যা সারা দেশে ব্যবহৃত হবে। এছাড়া জোটে সামিল দলগুলি নিজেদের মতো করে আলাদা আলাদা করে ইস্তেহার বার করবে নিজ নিজ এলাকায় প্রচারের জন্য। চেষ্টা করা হবে যতটা সম্ভব দুই ধরনের ইস্তেহারে সামঞ্জস্য রেখে চলতে। আর এখানেই জানা গিয়েছে, সোনিয়া গান্ধি(Sonia Gandhi) ও রাহুল গান্ধি(Rahul Gandhi) চাইছেন, INDIA’র ইস্তেহারে থাকুক মমতার আঁচল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ছোঁয়া। শুধু তাই নয়, কংগ্রেসের ইস্তেহারেও মমতার নির্যাস চান রাহুল ও সোনিয়া গান্ধি উভয়েই। অন্তত কংগ্রেস সূত্রে তেমনটাই জানা গিয়েছে। 

২৪’র ভোটে(General Election 2024) শুধু মোদি বিরোধিতায় যে চিঁড়ে ভিজবে না সেটা ৩ রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পরে বেশ বিলক্ষণ বুঝতে পেরেছেন কংগ্রেস নেতৃত্ব। INDIA জোট কেন্দ্রের ক্ষমতায় এলে তাঁরা দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কী কী করবেন, তা ভোটারদের কাছে তুলে ধরতেই হবে। সেই সূত্রেই কংগ্রেসের নজরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এখন INDIA জোটে যে সব দলগুলি রয়েছে তাঁদের মধ্যে একমাত্র মমতার সরকারের চালু করা আর্থসামাজিক প্রকল্পগুলিই সব থেকে বেশি প্রভাব ফেলেছে, সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং বিশ্বের দরবারেও বন্দিত হয়েছে। মমতার চালু করা একাধিক প্রকল্পকে নকল করে মোদি সরকার শুধু যে একাধিক প্রকল্প চালু করেছে তাই নয়, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও নানা আঞ্চলিক দলও সেই সব প্রকল্পের অনুকরণে নিজ নিজ রাজ্যে নানা প্রকল্প চালু করেছে। এককথায় ‘মমতা মডেল’কেই এখন দেশের অধিকাংশ দল উন্নয়নের অস্ত্র হিসাবে বেছে নিয়েছে, তা সে তাঁরা মুখে স্বীকার করুন বা না করুন।

এই ‘মমতা-মডেল’কেই ইস্তেহারে আনতে চান রাহুল-সোনিয়ারা। তা সে INDIA জোটের ইস্তেহার হোক কী কংগ্রেসের নিজস্ব ইস্তেহার। কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলা, জয় জোহার, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, বাংলা শস্য বিমা যোজনা, মৎস্যবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ যে বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে বড়সড় বদল এনেছে, উন্নয়নের অভিমুখ তৈরি করে দিয়েছে সেটা অস্বীকার করার কোনও উপায় নেই। আর তাই সত্যিটাকে মেনে নিয়ে তাঁকে সামনে রেখেই এগিয়ে যেতে চান সোনিয়া-রাহুল। আর তাই ইস্তেহারে তাঁরা মমতার আঁচল চান।

INDIA জোটের ইস্তেহার তৈরির ক্ষেত্রে সম্ভবত সব থেকে বেশি গুরুত্ব পেতে চলেছে মমতার মতামত। কেননা, এই জোটের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বিজেপি ও মোদির যত না বিবাদ, তার থেকেও বেশি বিবাদ মমতার সঙ্গে। সর্বশক্তি দিয়ে, রাষ্ট্রশক্তি নিয়ে এই মোদি বাহিনীই ঝাঁপিয়ে পড়েছিল একুশের ভোটে মমতাকে হারাতে। কিন্তু নিজেরাই হেরে ফিরে গিয়েছে। সেই লড়াইয়ের মতো কঠিন লড়াই বিজেপির জমানায় আর কোথাও নজর পড়েনি। এটা সোনিয়া-রাহুলও জানেন। আর জানেন বলেই মমতাকে বাড়তি গুরুত্ব। বাড়তি সমীহ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লড়াকু যোদ্ধা’, ডিগবাজি খেয়ে অধীরের প্রশংসা খাড়গের

যোগী রাজ্যে আটবার ভোট দেওয়ার দায়ে ধৃত বিজেপি নেতার ‘সু-পুত্র’

‘দিল্লি ছাড়ুন, না হলে….’, কেজরিওয়ালকে হুমকি দিয়ে পোস্টার দিল্লির মেট্রোয়

মানসিক প্রতিবন্ধী মেয়েকে খুনের দায়ে ধৃত বাবা-মা

ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার পর প্রথমবার ভোট দিলেন অক্ষয়

লাইন দিয়ে ভোট দিলেন জাহ্নবী, রাজকুমার, ধর্মেন্দ্র, গুলজার, তব্বু, গোবিন্দারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর