এই মুহূর্তে




রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরির সময় সংশোধন করেছে। আর তার জেরে যাত্রীরা এখন ১০ ঘন্টা আগে থেকেই তাদের টিকিটের অবস্থা জানতে পারবেন। এই পদক্ষেপে যাত্রার ক্ষেত্রে অনিশ্চয়তা হ্রাস করতে চাইছে রেল। এমনকী এই পরিষেবায় যাত্রীদের ভ্রমণ আরও সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে সহায়তা করবে। এমনিতেই রেল নিয়ে বিস্তর অভিযোগ আছে। দূরপাল্লার ট্রেন দেরিতে চলা থেকে শুরু করে কনফার্ম টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে নানা অভিযোগ শুনতে পাওয়া যায়। তার ফলে স্টেশনে এসে বিপাকে পড়েন তাঁরা। ফলে তাঁরা ক্ষোভ উগড়ে দেন রেলের অফিসে।

এই পরিস্থিতি কাটাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য গড়ে তোলা যায়। এবার প্রথমবারের মতো, রেলওয়ে বোর্ড চার্ট প্রস্তুতির সময়সূচি আপডেট করেছে। আগে ট্রেন ছাড়ার মাত্র চার ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হতো। তাতে যাত্রীদের মধ্যে যাঁরা ওয়েটিং লিস্টে থাকেন তাঁদের শেষ মুহূর্ত পর্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকতে হতো। প্রথম রিজার্ভেশন চার্ট এখন আগে থেকেই প্রস্তুত করা হয় (যাত্রার প্রায় ৮–১০ ঘন্টা আগে, অথবা সকালের ট্রেনের ক্ষেত্রে আগের রাতে) যাতে যাত্রীরা আরও সময় পেয়ে যান। সফর করার বেশি আগে টিকিটের তথ্য পেয়ে গেলে বিকল্প পথ ধরতে পারেন তাঁরা।

এদিকে পিএনআর স্ট্যাটাস চেক করা এবং সম্ভাব্য পরিবর্তনগুলি (আরএসি/ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিতকরণ) অনেক আগেই করতে পারেন। আর চূড়ান্ত চার্টটি এখনও সফর করার ৩০ মিনিট আগে আসে। যা ভ্রমণের আরও ভাল পরিকল্পনা তৈরি করে এবং শেষ মুহূর্তের চাপ কমায়। ট্রেন সফরকারীদের জন্য এটা সুখবর বলে মনে করা হচ্ছে। এখন ট্রেনের টিকিটের রিজার্ভেশন স্ট্যাটাস ১০ ঘন্টা আগে পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টার মধ্যে প্রস্তুত করা হবে।

অন্যদিকে আবার দুপুর ২.০১ মিনিট থেকে ১১.৫৯ মিনিট এবং দুপুর ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য, ট্রেন ছাড়ার সময় থেকেই প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হবে ১০ ঘন্টা আগে। আগে এই রিজার্ভেশন চার্ট মাত্র ৪ ঘন্টা আগে তৈরি করা হতো। যার জেরে যাত্রীদের শেষ মুহূর্তে অনেক ঝামেলা ও বিভ্রান্তির সম্মুখীন হতে হতো। রেলওয়ে যাত্রীদের ভ্রমণ এবং রিজার্ভেশনের অবস্থা সম্পর্কে অবহিত করে দূর–দূরান্ত থেকে আগত যাত্রীদের আগেই তথ্য প্রদানের জন্য এই পদক্ষেপ। যাত্রীদের সুবিধার্থে, চার্ট আগে থেকেই প্রস্তুত করা হবে। যাতে যাত্রীরা সহজেই তাঁদের যাত্রা পরিকল্পনা করতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পোস্ট অফিসের এই স্কিমে মাসে জমা দিন মাত্র ৭ হাজার, পাবেন বিরাট অঙ্কের রিটার্ন

বদলা! ভারতীয় বিমানের জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত আকাশপথ বন্ধ করল পাকিস্তান

স্কুলে কন্ডোম নিয়ে গিয়ে শিক্ষকদের বকুনি, বাড়িতে মায়ের কাছে থাপ্পড়, অভিমানে যা করল ১১ বছরের শিশু

‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

মেসিকে কত কোটির ঘড়ি উপহার দিলেন মুকেশ পুত্র? শুনলে ভিরমি খাবেন

অটলবিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপতি করতে চেয়েছিল বিজেপি, প্রধানমন্ত্রী কে হতেন?‌ বিস্ফোরক তথ্য প্রকাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ