-273ºc,
Friday, 9th June, 2023 3:19 am
নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের প্রথম দিকে তিহাড় জেলে গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়াকে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনার এক মাস না পেরোতে পেরোতে এবার তিহাড় জেলে আপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পড়ে গিয়ে জখম হওয়ার ঘটনা ঘটল। বার বার এমন ঘটনায় তিহাড় কর্তৃপক্ষের ভূমিকা এবং জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন জেলের বাথরুমে পড়ে গিয়েছেন। ঘটনার পর তাঁকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে (Deen Dayal Upadhyay Hospital) ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
উল্লেখ্য চলতি মে মাসে অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আদালতের নির্দেশে জৈন বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন। আম আদমি পার্টির তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain) দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিহার জেলের বাথরুমে মাথা ঘোরার কারণে তিনি পড়ে গিয়েছিলেন। এর আগেও সত্যেন্দ্র জৈন বাথরুমে পড়ে গিয়ে গুরুতর মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন।‘ উল্লেখ্য গত সোমবার, সত্যেন্দ্র জৈন অসুস্থ বোধ করায় তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।