এই মুহূর্তে




মঞ্চের তলায় ফণা তুলে বিষধর সাপ, পুণের বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে বিপাকে রাজনাথ সিংহ

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সাপের উৎপাতে নাজেহাল পুণের কিওয়ালেতে অবস্থিত সিম্বিওসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টিটিউটের ক্যাম্পাসে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের কথা রয়েছে। যেখানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশেরও। কিন্তু তাঁদের অনুষ্ঠানে আসার আগেই বিপদ, নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন ইনস্টিটিউটের কর্তৃপক্ষরা।

কারণ বিশিষ্ট ব্যক্তিরা যেখানে বসবেন তার নিচেই সাপের উৎপাত দেখা দিয়েছে। যেটি একটি সংবাদমাধ্যমের ক্যামেরার চোখে ধরা পড়েছে। বিশিষ্ট ব্যক্তিরা যদি সাপের খপ্পরে পড়েন, তাহলে বিপত্তি! এদিকে সেই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীর যাওয়ার আগে, পিম্পরি-চিঞ্চওয়াড়ে ট্র্যাফিক পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মুলশি থেকে ভিভা সার্কেল হয়ে বাভধান এবং পাষাণে আসা যানবাহনগুলিকে অনুমতি দেওয়া হবে না। এই যানবাহনগুলিকে এনসিসি অফিস, ভূগাঁও, কোথরুড এবং ট্রু ভ্যালু আন্ডারপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও, চাঁদনী চক-সাতারা লেন সার্ভিস রোড থেকে ভিভা চক হয়ে বাভধান এবং পাষাণে আসা যানবাহনগুলিকে অনুমতি দেওয়া হবে না।

এই যানবাহনগুলিকে কোথরুড বা DIY শোরুম দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আজ রাজনাথ সিংহ পুণেতে অবস্থিত ডিআরডিও-র একটি স্থাপনা, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই) -এ একটি সভায় যোগদান করবেন। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শ দাতা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী কমিটির চেয়ারম্যান হলেও, এর সদস্যদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এবং লোকসভা ও রাজ্যসভার সাংসদরাও। কিন্তু তার আগে সাপের উৎপাত দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ