এই মুহূর্তে




‘কোটাতেই শুধু কেন পড়ুয়ারা আত্মহত্যা করছে?’, রাজস্থান সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এপ্রিল মাসে নিট প্রবেশিকা পরীক্ষায় (NEET) এক ছাত্রের আত্মহত্যার মামলার শুনানি হল শুক্রবার সুপ্রিম কোর্টে। আদালত এফআইআর নথিভুক্ত না করার জন্য কোটা পুলিশ এবং রাজস্থান সরকারকে তীব্র তিরস্কার করেছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে শীর্ষ আদালতের সরাসরি প্রশ্ন, “একটি রাজ্যের সরকার হিসেবে আপনারা কী করছেন? কেন কেবল কোটায় শিক্ষার্থীরা আত্মহত্যা করছে? এ বিষয়ে কী করছেন আপনারা?”

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ রাজস্থান সরকাররাজ্যকে জিজ্ঞাসা করে, “রাজ্য হিসেবে আপনারা এই বিষয়ে কি কোনও চিন্তাভাবনা করেছেন? এই মামলায় SIT কী করেছে?”

কোটা পুলিশকেও ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাঁদের উদ্দেশ্যে বিচারপতি বেঞ্চের প্রশ্ন, “কেন এফআইআর নথিভুক্ত করা হয়নি? আপনারা আমাদের সিদ্ধান্ত অমান্য করেছেন। কোটায় এখনও পর্যন্ত কতজন ছাত্র ছাত্রী মারা গেছেন? পড়ুয়ারা কেন মারা যাচ্ছেন?” কোটা পুলিশ অফিসারকে তলব করে এভাবেই জিজ্ঞাসাবাদ চালায় শীর্ষ আদালত। তাঁকে পুনরায় ১৪ জুলাই আদালতে হাজির হতে বলা হয়েছে।

আইআইটি খড়গপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে এফআইআর দায়ের করতে চার দিন বিলম্ব কেন? আদালত কর্মকর্তাদের সতর্ক করে বলেছে যে এগুলো খুবই গুরুতর বিষয় এবং এগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

দেশে ছাত্রদের আত্মহত্যার ক্রমাগত ক্রমবর্ধমান। এই সম্পর্কে সুপ্রিম কোর্ট বছরের শুরুতেই রায় দান করেছে। আদালত বলেছে যে, “আত্মহত্যার ঘটনার পর অবিলম্বে এফআইআর নথিভুক্ত করা উচিত। আমরা এই বিষয়ে খুব কঠোর অবস্থান নিতে পারি, এমনকি অবমাননার অভিযোগও দায়ের করতে পারি। কিন্তু আমরা এই স্তরে আর কিছু বলা থেকে বিরত থাকছি।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Pahalgam terror attack: পহেলগাঁও হামলায় জড়িত অভিযোগে এনআইএ’র হাতে গ্রেফতার ২

‘ইয়েলো ম্যাজিক’-এ লুকিয়ে ফাঁদ? সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

সত্যিই কী জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়, বিজ্ঞান কী বলছে?

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ