এই মুহূর্তে




‘মহা জঙ্গলরাজ চলছে’, অনন্ত সিংয়ের গ্রেফতারির পর মোদিকে আক্রমণ তেজস্বীর

নিজস্ব প্রতিনিধি: আরজেডি নেতা এবং মহাজোটবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোকামায় জন সুরাজ সমর্থক দুলার চাঁদ যাদবের হত্যাকাণ্ডে জেডি(ইউ) প্রার্থী এবং গ্যাংস্টার-রাজনীতিবিদ অনন্ত সিংকে গ্রেফতার করা হচ্ছে। তাই নিয়েই রবিবার তেজস্বী বলেছেন যে পর রাজ্যে মহা জঙ্গলরাজচলছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও ভ্রূক্ষেপ নেই। এর আগে ১৫ বছরের শাসনামলে আরজেডির অনাচার নিয়ে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি এবং বিজেপি। সেই আক্রমণের জবাবে তেজস্বী যাদব দাবি করেছেন যে প্রধানমন্ত্রী ক্রমশ দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা দেখতে পাচ্ছেন না।

সাংবাদিকদের সামনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী আজ পটনায় রোড শো করতে আসছেন। অনেক জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে। তিনি কি এও আইনশৃঙ্খলার অবনমন দেখতে পান না? সম্প্রতি আরা এবং রোহতাসে একজন বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে। এমন একটি দিনও যায় না যেদিন এই স্থানগুলিতে গুলিবর্ষণ হয় না। মহা জঙ্গল রাজের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।” এরপরে তিনি আরও আক্রমণ করে বলেন, “তিনি গুজরাতে কারখানা তৈরি করেন এবং বিহারে জয় চান। এটা আর চলবে না। ১১ বছরে একটিও চাকরি তৈরি করেননি। এখন উনি ১ কোটি চাকরি দেওয়ার কথা বলছেন। এটা শুধুই ভোট জেতার একটি কৌশল।” 

এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টির (আরভি) প্রধান চিরাগ পাসোয়ান। তিনি তেজস্বী যাদবের মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন যে মহাজোটবন্ধন বিহারে পরবর্তী সরকার গঠন করবে। পাসোয়ান তেজস্বীকে অহংকারী বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, “অতিরিক্ত অহংকার ভাল নয়। আপনাকে কে মুখ্যমন্ত্রী করবে? আমরা ঐক্যবদ্ধ এনডিএ সরকার গঠন করব। আমরা মনে করি আমরা রেকর্ড জয় নিশ্চিত করব। এনডিএ বিভক্ত হওয়ার পরেও আমরা জিতেছি। আমরা যদি অপরাধীদের সমর্থন করতাম, তাহলে রাতে যা কিছু ঘটেছে (অনন্ত সিংয়ের গ্রেপ্তার) তা ঘটত না। আমরা অপরাধীদের বাঁচাই না, ক্ষমাও করি না। ঘটনাটি দুঃখজনক। আমাদের কাছে যা প্রমাণ আছে এবং পরেও যা পাব তাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। আমরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না।”  বিহারে দু দফায় হবে হবে ভোট। ৬ নভেম্বর হবে প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় হবে ১১ নভেম্বর। ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

আরজেডি বিধায়ক দলের নেতা হিসাবে ফের নির্বাচিত তেজস্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ