-273ºc,
Friday, 2nd June, 2023 8:51 pm
নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় বারবার হামলার মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের। সূত্রের খবর, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। একটি রিট পিটিশন দাখিল করে তাঁরা এই হিংসার ঘটনায় তদন্তের দাবি করেছে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়েছে। ওই রিট পিটিশনে বলা হয়েছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বারবার আক্রান্ত হচ্ছেন দলের নেতারা।
ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই রাজ্যে তৃণমূল শাখা খোলার পর থেকেই হামলার মুখে পড়ছেন নেতা কর্মীরা। এই অভিযোগে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে তৃণমূল মূলত দুটি বিষয় উল্লেখ করেছে। এক, দলীয় নেতৃত্বের উপরে হামলার ঘটনায় প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হোক। দুই, হিংসার হাত থেকে তৃণমূল নেতা ও কর্মীদের বাঁচাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। শুক্রবার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আগামী ৩১ অক্টোবর ত্রিপুরার আগরতলায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগেই হামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ অভিষেকের কর্মসূচি থেকেই ত্রিপুরায় পুর ও নগরনিগম ভোটে ঝাঁপাবে তৃণমূল। তাঁর আগে দলীয় কর্মী সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ দলীয় কর্মীদের ভরসা দেবে।