এই মুহূর্তে




পাকিস্তানকে সাহায্যের জের, তুর্কি সংস্থার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধে ইসলামাবাদকে সমরাস্ত্র দিয়ে পূর্ণ সাহায্য করেছে তুরস্ক। এমনকি ভারতের বিভিন্ন শহরে সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছিল পাকিস্তানি সেনা। আর ওই খবর জানাজানি হতেই তুরস্ককে বয়কটের ডাকে সরব হয়েছে দেশের মানুষ। শেষ পর্যন্ত সাধারণ মানুষের দাবির কাছে মাথানত করেই তুর্কি সংস্থা সেলেবি এভিয়েশনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটল কেন্দ্র। সংস্থাটিকে দেওয়া নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করা হয়েছে।

ভারতের নয়টি প্রধান বিমানবন্দরে পরিষেবার সিংহভাগ পরিচালনা করে তুর্কি সংস্থা সেলেবি এভিয়েশন। দুটি পৃথক সংস্থার মাধ্যমেই পরিষেবা দিয়ে থাকে। সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করে এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিষেবার তদারকির দায়িত্বে। সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস র‍্যাম্প পরিষেবা (বিমান থেকে মাটিতে নামার সিড়ি), বিমানের সঠিক ভারসাম্য নিশ্চিত করার জন্য ভার নিয়ন্ত্রণ এবং ব্রিজ অপারেশনের কাছে জড়িত। এছাড়া কার্গো এবং ডাক পরিষেবা এবং গুদাম ব্যবস্থাপনারও দায়িত্বে রয়েছে।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হিসাবে ‘অপারেশন সিঁদুর’ অভিযান পরিচালনা করেছিল ভারতীয় সেনা। অতর্কিতে হামলায় পাকিস্তান সেনার মধ্যে যখন ত্রাহি-ত্রাহি রব তখনই ইসলামাবাদের পরম বান্ধব হিসাবে আবির্ভূত হয় তুরস্ক সরকার। ভারতে হামলা চালাতে ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করে। ওই ঘটনা জানাজানি হতেই তুরস্কের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে ভারতীয়দের মনে। তুরস্কে ঘুরতে যাওয়া বাতিল করেছেন বহু পর্যটক। তুরস্কের তৈরি পণ্য বয়কটের ডাক উঠেছে। অনেকেই প্রশ্ন তুলে্ছেন, পাকিস্তানের বান্ধব তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশনের হাতে কতটা নিরাপদ ভারতীয় বিমানবন্দরগুলি? ওই সংস্থা যে অন্তর্ঘাত চালাবে না, তার কী গ্যারান্টি রয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছনোর পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এক আদেশে তুর্কি সংস্থা সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে “জাতীয় নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হচ্ছে”। যদিও বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি সেলেবি এভিয়েশন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ