এই মুহূর্তে

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গোরক্ষপুর মন্দিরে এক হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী থাকলো উপস্থিত ভক্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ গোরক্ষপীঠাধীস্বর তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মরীতি মেনে গুরু গোরক্ষনাথকে খিচুড়ি ভোগ নিবেদন করেন। পূজা শেষে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় ঘটে যায় এক মজার ঘটনা, যা মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত সকলের মুখে হাসি ফোটায়।

আরও পড়ুন: পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

মন্দির প্রাঙ্গনে বসে ভক্তদের আশীর্বাদ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় এক ছোট শিশুকে কাছে ডাকেন তিনি। স্নেহের সাথে শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন সে কী চায়?শিশুটি কিছুক্ষন লজ্জা পেয়ে চুপ করে থাকে। দু একবার জিজ্ঞেস করার পর শিশুটি মুখ্যমন্ত্রীর কানে ফিসফিস করে বলেন, সে চিপস খেতে চায়। এই কথা শুনেই মুখ্যমন্ত্রী নিজেই হেসে ফেলেন। তাঁর হাসি দেখে সেখানে উপস্থিত ভক্তরাও হাসিতে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গে চিপসের ব্যবস্থা করা হয় শিশুটির জন্য।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসী,সাধু সন্ত ও ভক্তদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান। তিনি বলেন, মকর সংক্রান্তি সনাতন সংস্কৃতির একটি বিশেষ উৎসব। যা বিশ্বাস, সাধনা ও সম্প্রীতির প্রতীক। মুখ্যমন্ত্রী যোগী সূর্যদেবকে ব্রহ্মান্ডের আত্মা হিসেবে উল্লেখ করে বলেন, সূর্যের উত্তরায়ণে প্রবেশ মানবজীবনে শক্তি,আলো এবং ইতিবাচক অগ্রগতি বহন করে। মুখ্যমন্ত্রী আরও জানান, গোরক্ষপুর থেকে প্রয়াগরাজ সর্বত্রই বিশ্বাস ও ভক্তির এক অনন্য চিত্র দেখা যাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ