এই মুহূর্তে




‘সিঙ্গাপুরে কী ঘটেছিল তা সামনে আসা উচিত’, জুবিনের পরিবারের সঙ্গে দেখা করে বললেন  রাহুল

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনা নিয়ে সব সত্যি প্রকাশ্যে আনার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আজ শুক্রবার (১৭ অক্টোবর) প্রয়াত শিল্পীর স্ত্রী গরিমা শইকিয়া-সহ জুবিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতা বলেন ‘আমি বলেছি, এমন শোকের পরিবেশে আসতে চাইনি। বরং হাসিখুশি পরিবেশেই আসতে চেয়েছিলাম। যে ঘটনা ঘটেছে তাতে গোটা অসমের মানুষ শোকাহত। জুবিনের পরিবারের সদস্যরাও চান সিঙ্গাপুরে যা ঘটেছে সব সত্যি যেন সামনে আসে।’

সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। জুবিনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই শেখরজ্যোতি গোস্বামী ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহান্ত-সহ বেশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সিট তদন্তের উপরে বিশেষ নজরদারির জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। ওই বিচারবিভাগীয় তদন্ত কমিশনের নেতৃত্বে থাকছেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়া। সিঙ্গাপুর পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে শিল্পীর মৃত্যুর তদন্তে অস্বাভাবিক কিছু খুঁজে পাননি তাঁরা।

এদিন প্রয়াত জুবিনের গুয়াহাটির বাড়িতে যান রাহুল। সঙ্গে ছিলেন সাংসদ গৌরব গগৈ। বেশ কিছুক্ষণ প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে কথা বলেন দুজনে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন ‘জুবিনের স্ত্রী চান সিঙ্গাপুরে যা ঘটেছে সব সত্য সামনে আসুক। অসম সরকারের উচিত গুরুত্ব দিয়ে মামলার তদন্ত করা’। পরে নিজের সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাহুল লিখেছেন ‘জুবিনদা ছিলেন কাঞ্চনজঙ্গার মতো স‍ৎ, অটল ও সুন্দর। দেশ ও অসম শুধু একজন শিল্পীকে হারায়নি, এমন এক মহান আত্মাকে হারিয়েছে যিনি অসংখ্য হৃদয় ছুঁয়ে গেছেন।জুবিন দা-র পরিবার এবং অসমের জনগণ সত্য ও ন্যায়বিচারের চেয়ে কম কিছু পাওয়ার যোগ্য নয়। সরকারের উচিত দ্রুত এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা।আমি তাঁর শোকার্ত পরিবারের পাশে আছি এবং আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে গোপনে বিয়ে করে ফেললেন নাকি রণবীর? খুঁজে বের করল ভক্তরা

রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

‘চরম প্রাপ্তি’, ধনতেরাস মাকে সোনার চেইন-লকেট উপহার দিতে পেরে ‘খুশি’ রশ্মিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ