এই মুহূর্তে




জুবিনের ময়নাতদন্ত শেষ, সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে গায়কের দেহ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: নক্ষত্র পতন! সিঙ্গাপুরে ‘স্কুবা ডাইভিং’ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে কাঁদছে গোটা দেশ। রাজনৈতিক নেতৃত্ব থেকে বলিউড-টলিউড, সকলেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন, বিনোদন মহলের আরেক নক্ষত্রকে হারাল দেশ। অসমের ভূমিপুত্র ছিলেন জুবিন গর্গ, প্রিন্স ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন অসমের মুখ্যমন্ত্রী-সহ গোটা রাজ্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অসমের ভূমিপুত্র হলেও জুবিন প্রায় ৪০ টিরও বেশি ৩৮ হাজার গান গেয়েছেন। হিন্দি-বাংলা মিলিয়ে তাঁর অজস্র হিট গান রয়েছে। জানা যায়, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। আজ তাঁর পারফরম্যান্সের কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্কুবা ডাইভিং-এর সময়ে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে জুবিনের ময়না তদন্ত করা হয়েছে সিঙ্গাপুরে। জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমনকী জুবিনের মৃত্যু নিয়ে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মহন্তের বিরুদ্ধে গুয়াহাটির মরিগাঁও থানায় একটি FIR দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন অ্যাডভোকেট রাতুল বোরাহ। মহন্তের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরের ইভেন্ট আয়োজকদের বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে।

অ্যাডভোকেট রাতুল বোরা অভিযোগ করেছেন যে, একটি খারাপভাবে পরিচালিত অনুষ্ঠানে জুবিন গর্গকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তই ভুল ছিল। তিনি ইভেন্ট ম্যানেজারের উপর অবহেলার অভিযোগ এনে একটি FIR দায়ের করেছেন। FIR-এ মহন্তের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও জানা গিয়েছে, ইতিমধ্যেই জুবিন গর্গের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিশ্চিত এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে আপডেটটি শেয়ার করে লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গর্গের ময়নাতদন্ত সিঙ্গাপুরে সম্পন্ন হয়েছে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ এখন তার সঙ্গী দলের কাছে – শ্রী শেখর জোতি গোস্বামী, শ্রী সন্দীপন গর্গ এবং শ্রী সিদ্ধার্থ শর্মা (ব্যবস্থাপক) – হস্তান্তর করা হয়েছে।” এর আগে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা সমবেদনা জানাতে গুয়াহাটিতে প্রয়াত গায়কের বাসভবনে গিয়েছিলেন। তাদের কথা দিয়ে এসেছেন শীঘ্রই গায়কের দেহ দেশে ফিরিয়ে আনা হবে। গুয়াহাটি এবং জোরহাট সহ আসামের ভক্তরা গায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একটি অসমর্থিত প্রতিবেদন থেকে জানা যায় যে, জুবিন গর্গ শুক্রবার বিকেলে সিঙ্গাপুরে একটি পার্টিতে যোগ দেওয়ার আগে তিনি সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। তিনি লাইফ জ্যাকেট না পরেই জলে নেমে পড়েছিলেন। সেটাই তাঁর মৃত্যুর কারণ। এদিকে জুবিন গর্গের মৃত্যুর পর বাতিল করা হয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল।

জুবিন গর্গ কে ছিলেন?

জুবিন গর্গ আসামের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক আইকন ছিলেন, যিনি অসমিয়া, বাংলা এবং হিন্দিতে তাঁর গানের জন্য পরিচিত ছিলেন। তিনি গ্যাংস্টার চলচ্চিত্রের হিট ট্র্যাক ইয়া আলি দিয়ে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন এবং কৃষ 3-এর দিল তু হি বাতা সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছিলেন। গর্গ একজন গায়ক, অভিনেতা এবং পরিচালক হিসাবে অসমিয়া ছবিতেও ব্যাপকভাবে কাজ করেছিলেন। তার কিছু হিট গানের মধ্যে ছিল কাঞ্চনজঙ্ঘা, মিশন চায়না, দীনবন্ধু এবং মন জয়। এর আগে ২০২২ সালে, ডিব্রুগড়ের একটি রিসোর্টে অজ্ঞান হয়ে পড়ার পর গায়কের মাথায় সামান্য আঘাত লেগেছিল। পরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

সমুদ্রে নামার আগে ‘লাইফ জ্যাকেট’ খুলে ফেলেছিলেন জুবিন, বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে

জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনা জওয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ