নিজস্ব প্রতিনিধিঃ সদ্য অসুস্থতা থেকে সেরে উঠে কাজে ফিরেছেন ঋতাভরী চক্রবর্তী। শরীরে জমেছে খানিক মেদ। ঋতাভরীর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। তবে হঠাৎই তাঁর শরীরে এমন পরিবর্তনে বেশ চমকেছেন অনেকে। সদ্য একটি পুজোর বিজ্ঞাপনে অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর চেহারায় এমন বদল নিয়ে তাঁর যথাযথ উত্তরও দিয়েছেন অভিনেত্রী। আট মাসের ব্যবধানে দুটি সার্জারি রীতিমত বদল এনেছে তাঁর চেহারায়। কিন্তু এসবের মধ্যেও মনের জোর হারাতে নারাজ তিনি। সুস্থ হয়ে ফিরেছেন কাজে। সম্প্রতি একটি বিপণীর উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এখন কেমন আছেন জানতে চাওয়া হলে তিনি জানান, বেশ সুস্থ আছেন এখন। কাজে ফিরেছেন।
পুজোয় কি করবেন? পুজোর প্ল্যান সম্পর্কে এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জানান, পুজোয় অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। সঙ্গে চলছে পুজোর শপিং। পুজোয় তাই তাই করব যা যা আমি সারাবছর করিনা। শুধু তাই নয় পুজোয় অনেক খাওয়া দাওয়া করব। যেগুলো সারাবছর আমি খাইনা সেগুলো খাবো। এছাড়াও ঋতাভরী জানান সকলেই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আমরা। তাই আমরা একটু আনন্দের আবহ চাইছি আর তাই জন্য আমাদের অনুষ্ঠানে মেতে উঠতেই হবে। পুজো প্ল্যানিং তাই মাস্ট। অবশ্যই তা কোভিড বিধি মেনে। প্রসঙ্গত, মাত্র একদিন আগেই সামনে এসেছে ঋতাভরীর বিয়ের খবর। চিকিৎসক বন্ধুর সঙ্গে আগামী বছরেই গাঁটছড়া বাধবেন অভিনেত্রী। বলা বাহুল্য তাঁর বিয়ের খবরে মন ভেঙেছে তাঁর অনুরাগীদের আবার শুভেচ্ছা বার্তা ও ভালবাসায়ও অনেকে ভরিয়ে দিয়েছেন তাঁকে।