এই মুহূর্তে




পুজোর চারদিন সেজে উঠুন শাড়ী এবং মানানসই মেকআপে

নিজস্ব প্রতিনিধি: দু বছর কাটিয়ে ফের শহর সেজে উঠছে আগামনীর আরাধনায়। ক্ল্যালেন্ডারের পাতা বলছে, পুজো আসতে আর মাত্র দিন কয়েক বাকি। ইতিমধ্যেই কলকাতার রাস্তাঘাট সেজে উঠেছে আলোয় আলোয়। বারোয়ারি না থিম কার জয় হবে? তাই বাঙালির এই প্রাণের উৎসবে নিজেকে এই চারটে দিন কিভাবে সাজাবেন, তারও জল্পনা-কল্পনা চলেছে মাসভর। পোশাক থেকে শুরু করে ত্বকের যত্ন কিভাবে নেবেন, সেই নিয়েও পরিকল্পনা অনেকদিন আগেই শুরু হয়েছে। তবে দুর্গা পুজোর চারটে দিন শাড়ি ছাড়া অন্য কোনও পোশাক যেন ভাবাই যায় না! সারা বছর জিন্স-টপ, ক্রপ টপ, গাউন বা ক্যাপ্রি পরে থাকলেও, বাঙালি মেয়েরা উৎসবের দিনগুলিতে শাড়ি পরার জন্য যেন মুখিয়ে থাকি। ষষ্ঠীর সকাল, সপ্তমীর সকাল, অষ্টমীর অঞ্জলি সবটার সূচনা যেন আমরা শাড়িতেই করে থাকি! তবে শাড়ির সঙ্গে ঠিক কেমন মেকআপ করবেন সেটাও তো জানতে হবে নাকি!

জেনে নিন, দিনের বেলা শাড়ির সঙ্গে কেমন মেকআপ করবেন

শাড়ি পরলেই যে, গাদা গাদা মেকআপ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অল্প মেকআপেও শাড়িতে অপরূপা নিজেকে দেখানো যায়। তাই এই চারটে দিন সবার আগে ঠিক করুন কোন দিন কোন শাড়িটা পরবেন এবং কোন বেলাতে পরবেন। তবে দিনের বেলার সাজ হবে হালকা।

১. প্রথমেই নিজের ত্বকের ধরণ এবং কমপ্লেকশন অনুযায়ী, বেস মেকআপ করে নিন, অর্থাৎ প্রাইমার ও ফাউন্ডেশন লাগিয়ে নিন। তবে দিনের বেলায় শুধু ওয়াটার বেসড মেকআপ করবেন। চাইলে বি বি বা সি সি ক্রিমও লাগাতে পারেন। কারণ দিনের বেলা উগ্র সাজ খুব দৃষ্টিকটু লাগবে। কাজেই কন্টরিং বা হাইলাইটার লাগানোর দরকার নেই।

২. তবে দিনের বেলা চোখে খুব বেশি মেকআপ করার প্রয়োজন নেই। চাইলে লিকুইড আইলাইনার চোখের উপরের অংশে লাগান এবং নীচের অংশে কাজল লাগান। তবে যাঁদের ত্বক খুবই সেন্সিটিভ তাঁরা লিকুইড আইলাইনারের বদলে পেন্সিল আইলাইনার ব্যবহার করতে পারেন।

৩. দিনের বেলা ঠোঁটে খুব বেশি গাঢ় লিপস্টিক লাগানোর প্রয়োজন নেই। শাড়ির সঙ্গে মানানসই লিপস্টিক লাগান। দিনের বেলা হালকা কোনও রঙ যেমন পিচ বা হালকা কমলা বা হালকা গোলাপি বা হালকা বাদামী রঙের লিপগ্লসও লাগাতে পারেন। যেটা সবরকম পোশাকের সঙ্গেই মানানসই।

রাতে শাড়ির সঙ্গে কেমন মেকআপ করবেন

১. রাতের সাজ দিনের বেলা থেকে একটু যে আলাদা হবেই তা বলা বাহুল্য! আর দুর্গা পুজোতে রাতের সাজটাই নজরকাড়া হতে হবে। দিনের বেলা যেভাবে বেস মেকআপ করেছিলেন ঠিক সেভাবেই নিজের ত্বকের ধরণ অনুযায়ী প্রাইমার ও ফাউন্ডেশন লাগিয়ে বেস তৈরি করে নিন। এর উপর কম্প্যাক্ট লাগান এবং নিজের মুখের গড়ন অনুযায়ী কন্টরিং করুন। হয়ে গেলে সেটিং পাউডার লাগান। চিকবোনের নীচ থেকে ব্লাশার লাগান।

২. চোখের মেকআপ হতে হবে খুবই গর্জিয়াস। চাইলে স্মোকি আইজ করতে পারেন। চোখের এই মেকআপটি সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই।

৩. রাতে পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে গাঢ় শেডের লিপস্টিক লাগান। তবে ত্বকের কমপ্লেকশনের কথা অবশ্যই মাথায় রেখে। লাল, বেগুনি, ডার্ক ব্রাউন, মেরুন, গোলাপি – যে-কোনও উজ্জ্বল রঙ বেছে নিতে পারেন।

৪. সনাতনী সাজের সঙ্গে হেয়ারস্টাইলও হতে হবে জমজমাট। সনাতনী সাজের সঙ্গে দিনের বেলা চুল বরং বেঁধে নিলেও রাতে চুল না খুলে থাকাই যায়না। নয়তো সাজটাই যেন জমবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘরে ইতিবাচকতা এবং সম্পদ বৃদ্ধি করতে এই পাঁচটি ফেং শুই টিপস মেনে চলুন

বাড়িতে তুলসী গাছ লাগিয়ে করুন একটি কাজ, দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে সংসার

পুজোয় ঘন ঘন সুগন্ধির স্প্রেতে গলায় জমেছে কালো দাগ, দূর করুণ এভাবে

দূর হয় বাস্তুদোষ, জেনে নিন এর অলৌকিক উপকারিতা সম্পর্কে

উত্তরবঙ্গ যেতে ভয় পাচ্ছেন? রইল পাহাড় আর সবুজ ঘেরা বিকল্প গন্তব্যের খোঁজ

আবহাওয়া পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির ভয়, প্রতিরোধ করুন ঘরোয়া টোটকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ