এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বহরমপুর থেকে মালদা, সর্বত্রই গোহারা অধীরের কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: আশা বেশি কিছু ছিল না। ফলও চমকদার হল না। কার্যত যারা জিতলেন দলের প্রার্থী হিসাবে তাঁরা দলের জন্য নয়, জিতলেন নিজের ভাবমূর্তির জেরে। মুর্শিদাবাদ(Murshidabad) হোক কী মালদা(Malda), উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) হোক কী পুরুলিয়া(Purulia) বাংলার কোথাও জয়ের মুখ দেখল না অধীর চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) কংগ্রেস। বরঞ্চ ৩ দশক বাদে বহরমপুর(Baharampur) গিয়েছে কংগ্রেসের(INC) দখলে। বুধবার রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনী ফলাফল ঘোষিত হয়েছে। আর সেই ফলাফলেই দেখা যাচ্ছে কোনও পুরসভাতেই ক্ষমতা দখলের ধারে কাছেও পৌঁছাতে পারেনি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধির কংগ্রেস। বরঞ্চ অধীরের হাতে থাকা প্রদেশ কংগ্রেস চূড়ান্ত ভাবে গোহারা হেরেছে নিজেদের এক সময়কার গড়গুলিতেও। আর তার সবই তাঁরা হেরেছে তৃণমূলের কাছে। কংগ্রেসের জমি দখল করেছে তৃণমূল, অধীর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন।

মুর্শিদাবাদ জেলার ৭টি পুরসভায় এবারে ভোট ছিল। জেলা সদর ২৮টি ওয়ার্ড বিশিষ্ট বহরমপুর পুরসভায় তৃণমূল পেয়েছে ২২টি আসন আর কংগ্রেস পেয়েছে মাত্র ৬টি আসন। পাশের মুর্শিদাবাদ পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছে ৯টি আসন, বিজেপি ৬টি, নির্দল ১টি আসন। কংগ্রেস শূন্য। তার পাশের পুরসভা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ। সেখানকার ১৭টি আসনের মধ্যে ১৫টিতে জয়ী হয়েছে তৃণমূল, ২টিতে নির্দল জিতেছে। কংগ্রেস শূন্য। জেলার আরেক গুরুত্বপূর্ণ পুরসভা হল জঙ্গিপুর। সেখানে ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে জয়ী হয়েছে তৃণমূল। বামফ্রন্ট ৩টিতে, বিজেপি ১টিতে ও কংগ্রেস মাত্র ২টিতে জয়ী হয়েছে। জেলার মহকুমা শহর কান্দি, সেখানে ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে তৃণমূল, ২টি ওয়ার্ডে জিতেছে নির্দলরা। কংগ্রেস শূন্য। তুলনায় কিছুটা হলেও কংগ্রেসের মুখরক্ষা করেছে ধূলিয়ান। সেখানে ২১টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে কংগ্রেস। তবে তৃণমূল ১১টি আসন জিতে সেখানে বোর্ড গঠন করতে চলেছে। ৩টি আসনে জয়ী হয়েছে নির্দলরা। বেলডাঙা পুরসভা আপাত দৃষ্টিতে ত্রিশঙ্কু হলেও সেখানে নির্দলদের সমর্থনে তৃণমূলই বোর্ড গড়বে বলে মনে করা হচ্ছে। শহরের ১৪টি ওয়ার্ডের মধ্যে সেখানে ৭টিতে জয়ী হয়েছে তৃণমূল, নির্দলরা পেয়েছে ৪টি আসন ও বিজেপি পেয়েছে ৩টি আসন।

মালদা জেলায় এবার যে ২টি পুরসভায় নির্বাচন ছিল সেই ইংরেজবাজার ও পুরাতন মালদা দুটি শহরই ছিল একসময়কার কংগ্রেসি দুর্গ। এখন তৃণমূলের। কেননা এদিন উঠে আসা জনতার রায় বলছে ইংরেজবাজারের ২৯টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২৫টিতে। ৩টিতে জিতেছে বিজেপি, ১টিতে নির্দল। কংগ্রেস খাতাই খুলতে পারেনি। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে তৃণমূল, ২টিতে বিজেপি ও ১টিতে নির্দল। এখানেও খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস। গণি খানের জেলায় কংগ্রেস এখন চূড়ান্ত ভাবে ব্রাত্য। এটা দুর্ভাগ্য না সময়ের ডাক সেটা হয়তো আমজনতাই বলতে পারবেন। তবে অধীর চৌধুরীর যে বলার কোনও মুখ নেই সেটা উনি না বুঝলেও বাংলার আমজনতা বেশ ভালই বোঝেন।

উত্তর দিনাজপুর জেলা প্রিয়রঞ্জন দাসমুন্সির জেলা। সেই জেলাতেও কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। জেলায় ৩টি পুরসভায় ভোট হয়েছিল। ৩টি পুরসভাতেই খাতাই খুলতে পারেনি কংগ্রেস। ইসলামপুরের ১৭টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ১১টি আসনে, ৩টি আসনে জিতেছে নির্দল প্রার্থীরা, ২টিতে জিতেছে বিজেপি ও ১টিতে বামেরা। ডালখোলা পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে জিতেছে তৃণমূল, ৪টিতে জিতেছে নির্দলরা। কালিয়াগঞ্জের ১৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে ১০টি আসনে। বিজেপি পেয়েছে ৬টি আসন, নির্দল জিতেছে ১টি আসনে। শুধু এই তিন জেলাই নয়, বাংলা জুড়ে ছড়িয়ে থাকা কংগ্রেসের একাধিক গড়ে এবারের পুরনির্বাচনে খাতাই খুলতে পারেনি অধীর চৌধুরীর দল। আব্দুল মান্নানের চাঁপদানিতে ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১১টিতে ও নির্দলেরা ১০টিতে জয়ী হয়েছে। সেখানে কংগ্রেসের প্রাপ্তি মাত্র ১টি আসন। তবে অধীরের মুখরক্ষা করেছে পুরুলিয়া জেলার ঝালদা পুরসভা। সেখানে ৫টি আসন জিতে এখন বোর্ড দখলের ছক কষছে কংগ্রেস। যদিও নির্দলের সমর্থনে সেখানে বোর্ড গড়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর