-273ºc,
Sunday, 4th June, 2023 8:59 am
নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক দুর্ঘটনা। বছরের শেষেই অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুতে তছনছ হয়ে যায় গোটা দেশ। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমের বিচ্ছেদ মানতে না পেরে আত্মহত্যা করেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তুনিশার প্রেমিক শীজান খানকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর রেশ মিটতে না মিটতে আবারও শোকের ছায়া বিনোদন ইন্ডাস্ট্রিতে।
বারাণসী এক হোটেল কক্ষের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা ডুবেকে। আত্মহত্যায় মারা গিয়েছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই অর্থাৎ রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ তাঁর একটি নতুন গানের অ্যালবাম মুক্তি পায়। এমনকী মৃত্যুর কয়েক ঘন্টা আগে, আকাঙ্ক্ষা ইনস্টাগ্রামেও একটি নৃত্যের ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি নিজের অভিনীত একটি ভোজপুরি গানে কোমর দুলিয়ে ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই Akanksha মারা যান। যেখানে দেখা যায়, একটি কালো শীর্ষ, এবং নীল জিন্স পরে ভিডিওটি রেকর্ড করেছেন তিনি। ইনস্টাগ্রামে প্রায় ১.৭ মিলিয়ন অনুসারী রয়েছে। আকাঙ্ক্ষার আচমকা মৃত্যুতে শোকপ্রকাশ তাঁর হাজার হাজার ভক্তদের।
এছাড়াও অভিনেত্রী রানী চ্যাটার্জী, আম্রপালী দুবাই, বিনয় আনন্দ-সহ অন্যান্যরা তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। রানী চ্যাটার্জী একটি নোটে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না খবরটি। এইরকমভাবে আপনার জীবন শেষ করার কোনও অধিকার নেই। আপনার আত্মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক।” অন্যদিকে ভোজপুরি নায়িকা আম্রপালী দুবে লিখেছেন, “তোমার মৃত্যুতে শোকাহত।” এদিকে, আপ পুলিশ অভিনেত্রীর মৃত্যুর তদন্ত শুরু করেছে।