এই মুহূর্তে




প্রাক্তন মধুমিতার জন্মদিনে বড় ঘোষণা, তবে কী ২০২৬-এই বিয়ে করছেন সৌরভ?

নিজস্ব প্রতিনিধি: স্মৃতি সব সময়ে দুঃখ দেয়, এমনটা নাও হতে পারে। সেই কারণেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান অভিনেতা সৌরভ চক্রবর্তী। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেত্রী মধুমিতা সরকারের প্রাক্তন স্বামী। ভালবেসে তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু ৪ বছরের মাথায় তাদের সম্পর্ক ভাঙে। আলাদা হয়ে যান তাঁরা। বর্তমানে জীবনটাকে নতুন ভাবে উপভোগ করছেন দুজনেই। মধুমিতা সৌরভকে ভুলে নিজের প্রিয় বন্ধুকে মন দিয়েছেন, চলতি বছরের শেষেই তাদের বিয়ে। অন্যদিকে সৌরভও পরিচালনায় ডেবিউ করেছেন। পাশাপাশি দীর্ঘদিন পর ছোটপর্দাতেও ফিরেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে?

তিনিও কি নতুন কাউকে পেলেন। রবিবার এর পোস্টে তেমনই কিছু ইঙ্গিত দিলেন সৌরভ। অভিনেতার যুক্তি, ‘আমরা যখন দূর থেকে একটা পাহাড় এবং নদীকে দেখি তখন তাকে সম্পূর্ণ দেখতে পাই। আর পরিপূর্ণ দেখতে পাই বলেই সে শুধুই সুন্দর।’ অর্থাৎ অভিনেতার কাছে সম্পর্কও ঠিক তেমনই। ২০২৬ সালে অনুরাগীদের নতুন খবর শোনাতে চলেছেন সৌরভ। তবে কী মধুমিতার মতো তাঁর জীবনেও নতুন কিছু ঘটতে চলেছে? যদিও এই বিষয়ে কিছুই জানা যায়নি।

তবে একটি সংবাদ মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে নিয়ে কোনও তিক্ততা আছে কিনা, সেই বিষয়ে অভিনেতা বলেছেন, “আমরা এখন স্বাধীন দুটো মানুষ। আমাদের নিজস্ব জীবন, নিজস্ব ভাবনা। কেন অতীত আঁকড়ে বাঁচতে হবে? অতীত অতীতের মতোই থাকুক। তবে অতীতকে অস্বীকার করা যাবে না। যেমন, মধুমিতা যখন স্ত্রী ছিলেন, তখন তাঁর জন্মদিনের আগের রাতে কেক কাটা, তাঁর জন্য বিশেষ আয়োজন করা, এ সব কিছুই ভুলব না। তবে তার মানে এই নয়, সেগুলো ফলাও করতে বলতে হবে। এসব বললে মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী অস্বস্তিতে পড়তে পারেন। সবাই সবার মতো ভাল থাকুক।” তবে মধুমিতার বিয়েতে নিমন্ত্রণ পেলে তিনি যাবেন কিনা তা নিয়ে রসিকতা বজায় রাখেন অভিনেতা, তেমন কিছু বলেন নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ