এই মুহূর্তে




বাইরে মুষলধারে বৃষ্টি, ঘরে চণ্ডীপাঠে, পুজোতে কলকাতা ছেড়ে কোথায় গেলেন অপরাজিতা?

নিজস্ব প্রতিনিধি: কী মুশকিল! কলকাতায় মহালয়া থেকেই পুজো শুরু। পঞ্চমী থেকে নবমী, উত্তর থেকে দক্ষিণ, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় উপচে পড়ছে দর্শকদের। রোদ-বৃষ্টি, প্রকৃতির এই ছলনাময়ী ভাবমূর্তি নিয়েও দর্শকদের ঠাকুর দেখতে কোনও বিরাম নেই। কিন্তু এমন পরিস্থিতিতে এটা কী করলেন টলিউডের ‘অপা দি’? চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি! কিন্তু তাকে কোনও বিরক্তি নেই। মাথায় ছাতা নিয়ে হাসিমুখে চণ্ডীপাঠে নিজেকে ডুবিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। হ্যাঁ, বর্তমানে নেটপাড়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর অভিনেত্রী নিজেই তা শেয়ার করেছেন। ভিডিওতে একেবারে সাবেকি সাজে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে পরেছেন মানানসই গহনা।

চণ্ডীপাঠের ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “বৃষ্টিভেজা পথে, পুজোর প্রার্থনায় মন ভেসে যায়। অষ্টমীর সকালে, মাথায় ছাতা, মনে ভক্তি। জগৎ ত্রাণিনী জননী, চণ্ডিকা মহাশক্তি। অসুর নাশিনী দ্যুতি, ভক্তহৃদয় রক্ষা করি। জয় জগৎ জননী, জয় চণ্ডিকা দুর্গতি হারিণী।” আসলে প্রতিবছরই মহাষ্টমীর দিন চণ্ডীপাঠ করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এবার তার একটি ছোট্ট মুহূর্ত ভক্তদের কাছে তুলে ধরলেন অভিনেত্রী। বৃষ্টির সতর্কতা নিয়েই শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কেননা পুজোর এক সপ্তাহ আগে রেকর্ড বৃষ্টিতে ডুবেছিল কলকাতা। ৫ টি মেঘভাঙা বৃষ্টি এবং গোটা কলকাতা জুড়ে ৫ ঘন্টায় ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

যাতে কিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন প্রায় ১০ জন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু ষষ্ঠী-সপ্তমী ভাল কাটলো অষ্টমীর রাতের দিকে নর্থ কলকাতায় ভাল বৃষ্টি হয়েছে। তাই প্রকৃতির এই খামখেয়ালিতে বাইরে না বেরিয়ে বাড়িতেই চণ্ডীপাঠে মনোনিবেশ করেছিলেন অপরাজিতা আঢ্য। সঙ্গে মানানসই পোশাকেও নিজেকে মুড়িয়েছিলেন। যাই হোক, একবার পুজোর পরকিল্পনা প্রসঙ্গে অপরাজিতা আঢ্য বলেছিলেন, পুজোর ক’দিন তিনি নবরাত্রি পালন করেন। তাই সারা বছর রান্না করলেও, পুজোর সময় রান্নাঘরে ঢোকার সময় পান না। মহালয়া থেকে নবমী পর্যন্ত রোজ চণ্ডীপাঠ করেন। নবমীতে চণ্ডীপাঠ শেষ করে হোম হয় বাড়িতে। ওই সময় হেঁশেলের দায়িত্ব নেন শাশুড়িমা। তিনিই অভিনেত্রীর কাছে দশভুজা। আসলে পুজোর ক’টা দিন একেবারে ঘরবন্দি হয়ে কাটাতেই ভালবাসেন অপরাজিতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীর্ষ ধনী মুকেশ আম্বানি, প্রথমবার ধনকুবেরের তালিকায় শাহরুখ খান, কত টাকার মালিক?

কী কাণ্ড! ২০ বছর ধরে নাকি দাঁত ব্রাশ করেননি পঙ্কজ ত্রিপাঠী, কিন্তু কেন?

মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে গ্রেফতার জুবিনের ম্যানেজার ও নর্থ-ইস্ট আয়োজক, ঘটনার মোড় কোন দিকে?

নবমীতে সুখবর, দ্বিতীয়বার গর্ভবতী সোনম, ফের দাদু হতে চলেছেন অনিল কাপুর

বাদ পড়ল অবমাননাকর সংলাপ, বরুণ-জাহ্নবীর ছবির ৬০ শতাংশ ‘চুম্বন’ দৃশ্যে কাঁচি চালাল CBFC

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ