-273ºc,
Friday, 2nd June, 2023 9:47 pm
নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী মারাত্মক অসুস্থ। মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অতি জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী। তাঁর বহুমুখী প্রতিভা, অভিনয় সবটাই সমালোচক দ্বারা প্রশংসিত। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-তে নায়রা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মুলত লাইমলাইটে উঠে আসেন। এই মুহূর্তে তিনি মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। তবে এই শো অনেকদিন আগেই শেষ হয়েছে। যদিও তিনি আইকনিক সোসিও-ড্রামা সিরিজ, বালিকা বধূর দ্বিতীয় সিজনে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। যেখানে তিনি রণদীপ রাইয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, জাইন ইমামের নতুন শো বেকাবুতে। যেখানে তিনি একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন। এর মধ্যেই তিনি বিপাকে। হাসপাতালে ভর্তি। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তাঁর কিডনি সংক্রমিত হয়েছিল, তাই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন।
সম্প্রতি শিবাঙ্গী হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘হ্যালো সবাই, বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম, আমার কিডনিতে সংক্রমণ হয়েছে, তবে আমি আপনাদের জানাতে চাই যে, আমার পরিবার, বন্ধুবান্ধব, ডাক্তার, হাসপাতালের সমর্থন এবং ঈশ্বরের কৃপায়, আমি এখন সুস্থ। আপনাদের সকলকে ভালবাসি, এবং আমি খুব শীঘ্রই কাজে ফিরব।’ তিনি পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই, তাঁর ভক্ত এবং বন্ধুরা ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন’ শুভেচ্ছা সহ মন্তব্য করেছেন।
শিবাঙ্গী জোশীর কাজ
পেশাদার ফ্রন্টে, শিবাঙ্গীকে শেষবার টেলিভিশনের পর্দায় রোহিত শেঠির দুঃসাহসিক রিয়েলিটি শো, ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি 12-এ দেখা গিয়েছিল। পাশাপাশি মিউজিক ভিডিও করছেন। বর্তমানে তিনি ফ্যান্টাসি নাটক বেকাবুতে অভিনয় করছেন।