এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিব্যা ভারতীর সঙ্গে পুরোনো প্রেম ফিরে দেখলেন অভিনেত্রী আয়েশা জুলখা

নিজস্ব প্রতিনিধি: নব্বইয়ের দশকে বলিউডে রাজত্ব করা অন্যতম দাপুটে অভিনেত্রী ছিলেন অভিনেত্রী আয়েশা জুলখা। তবে অনেকদিন হল, তাঁর দেখা আর মেলেনা বলিউডের বড় পর্দায়। অথচ এককালে আমির, অক্ষয়দের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। যাই হোক, সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়েশা তাঁর অভিনয় জীবনের সহ-শিল্পীদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের বিষয়ে আলোকপাত করেছেন। জানিয়েছেন, প্রয়াত বলিউড ডিভা দিব্যা ভারতীর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল! সাক্ষাৎকারে, তিনি স্মরণ করেছেন যে, দিব্যা খুব চিন্তাশীল ছিলেন, ইন্ডাস্ট্রির বন্ধু হিসেবে আয়েশার সঙ্গে তিনি সব কথা শেয়ার করতেন। জানালেন, দিব্যার মৃত্যুর পর একাধিক ডাবিং তিনি বাতিল করেছিলেন। দিব্যার স্মৃতি তাঁকে ঘিরে রাখত।

১৯৯৩ সালে দিব্যা মুম্বাইয়ের বাড়ির বারান্দা থেকে পড়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যু আত্মহত্যা ছিল নাকি তাঁকে খুন করা হয়েছিল সেই বিষয়ে আজও ধোঁয়াশা রয়েছে। ‘Rang’ ছবিটি ছিল তালাত জনি দ্বারা পরিচালিত দিব্যার শেষ ছবি। এই ছবিতে আরও অভিনয় করেছিলেন, আয়েশা, কমল সাদানাহ, জিতেন্দ্র, অমৃতা সিং, কাদের খান প্রমুখ। একই বছর মুক্তি পেয়েছিল, সাজিদ নাদিওয়ালার ‘Waqt Hamara hain’ রোমান্টিক অ্যাকশন কমেডি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন, আয়েশা, অক্ষয় কুমার, সুনীল শেঠি, মমতা কুলকার্নি এবং অনুপম খের।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে আয়েশা বলেন, “আমরা তখন শিশুসুলভ ছিলাম। তাই আমাদের মধ্যে মারামারিও হত। আমি দিব্যা ভারতীকে খুব পছন্দ করতাম। আর তিনিও আমায় খুব পছন্দ করতেন। তিনি সবসময় আমাকে বলতেন ‘আমি তোমার প্রেমে পড়েছি’। এছাড়া আমরা তখন পরস্পরের প্রতিবেশীও ছিলাম এবং প্রায়শই যোগাযোগ করতাম। আমরা দুই বোনের চরিত্রে রঙ ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছিলাম। যদিও আমরা প্রায়শই দেখা করতাম না, তবে একটি সংযোগ ছিল। আমি সাজিদের (নাদিয়াদওয়ালা) সঙ্গে ওয়াক্ত হামারা হ্যায় ছবিটি করেছি। তবে এই ছবিটি দিব্যার করার কথা থাকলেও দিব্যা আমাকে ওয়াক্ত হামারা হ্যায় ছবিতে অভিনয়ের সুযোগ দেন। তখন দিব্যা আমার সঙ্গে দেখা করতে প্রায়শই মহাবালেশ্বরে আমার সেটে আসতেন।”

আরও বলেন, “এছাড়া আমরা যখন রং-এর শুটিং করছিলাম, তখনও আমাদের মধ্যে সুন্দর রসায়ন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি দিব্যার মৃত্যুর খবর পেয়েছিলাম আমি প্রায় অসাড় হয়ে পড়েছিলাম। আমি অনেকদিন কোনো কাজ করতে পারিনি। যখন আমি যখন রং-এর জন্য ডাবিং করতে গিয়েছিলাম, তখন দিব্যার জন্যে আমার মন কেঁদে উঠত, সেকারণে বহুবার আমি ডাবিং করতে পারিনি। আমি শুধু কাঁদতাম এবং ডাবিং বাতিল করে দিতাম, প্রায় তিনবার আমি ডাব বাতিল করে দিয়েছিলাম।”

খুব শীঘ্রই, প্রাইম ভিডিওর ‘হুশ হুশ’ দিয়ে তিনি ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করছেন। তনুজা চন্দ্র পরিচালিত হুশ হুশ ছবিতে আরও অভিনয় করেছেন জুহি চাওলা, সোহা আলি খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী এবং কারিশমা তান্না। এটির নাম স্ট্রিমিং শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাঙা হাত নিয়েই কানের রেড কার্পেটে হাঁটলেন ঐশ্বর্য, অবাক হয়ে দেখল বিশ্ববাসী

ছোট পোশাকে মন্দিরে অঙ্কিতা লোখন্ডে, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়

হিন্দি ধারাবাহিকে ডেবিউ দেবচন্দ্রিমার, টেক্কা দেবেন নিয়াকে, জানালেন অভিজ্ঞতা

সাহারা’র মালিক সুব্রত রায়ের জীবনী এবার পর্দায়, আসছে ‘স্ক্যাম’ সিরিজের তৃতীয় সিজন

চোখে-মুখে বেদনার ছাপ, মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মোনালি ঠাকুর

ব্রাহ্মণদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার আক্রমণ মাম্মুটিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর