এই মুহূর্তে




ব্যবসায়িকে মারধর ও খুনের হুমকি, পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি




নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ফের বিপাকে ঢাকাই সিনেমার চর্চিত এবং বিতর্কিত নায়িকা পরীমণি। রবিবার ঢাকার একটি আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁরা আজ আদালতে উপস্থিত হননি বলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি আগামি ২০ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে। পরীমণির বিষয়ে এমন তথ্য নিশ্চিত করছেন নায়িকার আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

২০২২ সালের ৬ জুলাই আদালতে পরীমণির বিরুদ্ধে একটি মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। অভিনেত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পরে পরীমণি এবং তাঁর ডিজাইনার সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। এরপর তাঁরা ভেতরে বসে অত্যাধিক অ্যালকোহল পান করেন। এরপর নাসির রাত ১.১৫ মিনিট নাগাদ যখন ক্লাব থেকে যখন চলে যাচ্ছিলেন, তখন পরীমণি তাঁকে উদ্দেশ্যমূলকভাবে ডাক দেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এরপর অভিনেত্রী তাঁর অশ্লীল অঙ্গভঙ্গির দ্বারা নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন। শুধু তাই নয়, একটি মদের বোতল বিনামূল্যে তাঁকে পার্সেল করে দেওয়ার জন্যে জোর করেন। কিন্তু নাসির উদ্দিন পরীমণির প্রস্তাবে রাজি না হওয়ায় পরীমণি নাসির উদ্দিনকে গালিগালাজ করেন। এরপর পরীমণির সঙ্গে নাসির উদ্দিনের চরম ঝামেলা বাঁধে। একপর্যায়ে পরীমণি উত্তেজিত হয়ে নাসিরকে সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন চরম আঘাত পান। এই ঘটনায় পরীমণি এবং সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন। পাশাপাশি ক্লাব ভাঙচুর করেন।

গত বছর ১৮ মার্চ ব্যবসায়ী নাসির পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করেন। এবং তদন্তে পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। প্রতিবেদনে, সেদিন রাতে ঢাকা বোর্ড ক্লাবে হওয়া পুরো ঘটনাটি ব্যক্ত করেন নাসির উদ্দিন। এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবী বলেছেন, ‘এদিন মামলাটি চার্জশুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও আরও সময়ের আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেছেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন এবং গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন।’ এর আগে গত ২৫ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন পরীমণি। শুনানি শেষে তাকে জামিন দেয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত। এদিকে পরীমণির মাথার ওপর মাদকের মামলাও ঝুলছে। কারণ ২০২১ সালে নায়িকার বনানীর বাড়ি থেকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র‌্যাব। এই ঘটনায় এক মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমণি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অপারেশন ডেভিল হান্টে ৭ দিনে গ্রেফতার ৩,৯২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী

মা স্মিতা পাতিলের বাড়িতেই বাঙালি প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন প্রতীক বব্বর

জীবনে প্রথমবার বিমানে চড়ে কেমন অভিজ্ঞতা ভাইরাল গার্ল মোনালিসার?

২৬ বছরের ছোট তরুণীকে নিয়ে দ্বিতীয়বার ছাদনাতলায় ‘স্টাইল’ অভিনেতা সাহিল খান

‘পাগলের মতো ভালবাসি’, ভ্যালেন্টাইন’স ডে-তে জ্যাকলিনকে ‘গল্ফস্ট্রিম জেট’ উপহার সুকেশের

গ্র্যামিতে নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করেছিলেন স্বামী, বদলা নিতে এবার ডিভোর্স নিচ্ছেন বিয়াঙ্কা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর