নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় নাম জড়াল বলি সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানের। শনিবার মাঝরাতে মাঝ সমুদ্রে ক্রুজে চলা রেভ পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছেন শাহরুখ-পুত্র।
এনসিবির আধিকারিকরা তাঁকে দফায়-দফায় জেরা করেছে। বাজেয়াপ্ত করেছে তাঁর মোবাইল ফোন। চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যুরো আটজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে কয়েকজন তিন তরুণী রয়েছেন। এরা দিল্লি থেকে এসেছিল। এনসিবি তাদেরও জেরা করেছে। অভিযানে উদ্ধার হয়েছে মাদক সেবনের কাগজ।
জেরা সূত্রে জানা গিয়েছে, ওই মাদক পার্টিতে প্রবেশমূল্য ছিল ১ লক্ষ টাকা। শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনও প্রবেশমূল্য দিতে হয়নি তাঁকে।
এনসিবি সূত্রে আরও জানা গিয়েছে, ওই পার্টিতে ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয়, তাহলে জামিনে ছাড়া পেতে পারেন তাঁরা। ইতিমধ্যেই মুম্বইয়ে এনসিবি-র দফতরের সামনে কড়া নিরাপত্তা। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।