এই মুহূর্তে

১ মাস বয়সেই ছোটপর্দায় ডেবিউ ভারতী সিংহের ছোট ছেলে ‘কাজু’র, কোথায় দেখা যাবে?

নিজস্ব প্রতিনিধি: টিআরপি বাড়ানোর কৌশল কেউ লাফটার শেফের নির্মাতাদের থেকে শিখুক। কাজপাগলা মানুষদের যতই বাড়িতে বসিয়ে রাখার চেষ্টা করুন না কেন, আপনি তাতে ফেইল করবেন। যেমন, ভারতী সিংহ, টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা কৌতুক শিল্পী। যিনি মজার মজার কথা বলে প্রতিনিয়ত টিভি দর্শকদের আনন্দ দিচ্ছেন। গত মাসেই মা হয়েছেন ভারতী সিং। বাবা গিয়েছেন হর্ষ লিম্বাচিয়া। আবারও পুত্রসন্তানেরই জন্ম দিয়েছেন ভারতী। এটি তাঁর দ্বিতীয় সন্তান। ২০২২ সালে প্রথম সন্তান গোল্লাকে পরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন হর্ষ-ভারতী। প্রথম সন্থানর ঠিক ৪ বছরের মধ্যে আবারও মা হলেন ভারতী। দ্বিতীয় ছেলের নাম কাজু রেখেছেন তারকা দম্পতি। তবে ভারতী কর্মজীবনে বরাবরই সক্রিয়। মাতৃত্বকালীন সময়েও বেশি বিশ্রাম নেননি কাজপাগল ভারতী। এমনকী শুটিং সেটেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। যাই হোক, পুত্র জন্মের পরেও বেশিদিন ঘরে রইলেন না তিনি।

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এবার দ্বিতীয় ছেলে কাজুকে নিয়েই ‘মাস্টার শেফ’ সিজন 3-এর সেটে ফিরলেন ভারতী। হ্যাঁ, কাজের প্রথম ঝলক দিলেন। সুতরাং মায়ের সুবাদে মাত্র ১ মাস বয়সেই ছোটপর্দায় ডেবিউ হল কাজুর। তবে অভিনেত্রী তাঁর ছোট্ট রাজপুত্রের মুখ সামনে আনেননি। কিন্তু তাঁকে সেটের সবাই দেখেছেন। এই সপ্তাহান্তের পর্বে, ভারতীকে তাঁর ছোট ছেলে কাজুর সঙ্গে লাফটার শেফের সেটে দেখা যাবে। যা শোয়ের দর্শকদের জন্য বড় চমক হবে। কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ভারতীকে লাফটার শেফের সেটে হুইলচেয়ারে আসতে দেখা যায়, তাঁর কলে ছোট্টটি ছিল। যা দেখেই তাঁর সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেক, করণ কুন্দ্রা এবং আলি গনির মুখে হাসি ফোটে। সকলেই কাজুর মুখে দেখে মুগ্ধ হয়েছেন। ভারতীর ছোট্ট রাজপুত্রের ছবিগুলি ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে সবাই কাজুর দিকে তাকিয়ে হাসছে। বলাই বাহুল্য, ভারতী তাঁর এক মাস বয়সী ছেলেকেও সেলিব্রিটি করে তুললেন। তবে মনে হচ্ছে, তিনি এই শোয়ের ছেলে কাজুর মুখ দেখাবেন।

 

কিছুদিন আগে কাজুর কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি ভাইরাল হওয়ার পর ভারতী ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এখন তিনি তাঁর ছেলের আসল চেহারা প্রকাশ করতে চলেছেন। কাজুর নামকরণ করেছিল তাঁর বড় ভাই গোল্লা। এই শোয়ের টিম এর আগে ভারতীর জন্য বেবি শাওয়ারের আয়োজন করেছিল। এবার তারা ছোট্ট কাজুর প্রথম ঝলক দেখাবে। যা ভক্তদের আনন্দিত করবে। অনেকেই ভাবছেন, ভারতীর ছেলের মুখ প্রকাশ্যে আনার পর্বটি টিআরপি ভেঙে দেবে। এর আগে ভারতী তাঁর বড় ছেলে গোল্লাকে বিগ বস-এ এনে গোটা পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গোল্লা শো-এর উপস্থাপক সলমান খানের কাছ থেকে একটি বিশেষ উপহারও পেয়েছি। ভারতী তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের ২০ দিন পরেই শুটিংয়ে ফিরেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এবার বিয়ের পিঁড়িতে অদ্রিজা, পাত্র কে?

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

‘এই সময় সারাজীবন মনে রাখব’, INS বিক্রান্ত পরিদর্শন, নৌসেনাদের ‘স্যালুট’ সানি দেওলের

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

দুই পক্ষের স্ত্রীর মধ্যে জোর চর্চা, এমন পরিস্থিতিতে কেমন আছেন হিরণের মেয়ে নিয়াসা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ