এই মুহূর্তে




‘সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না’, চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসব। আর চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী মঞ্চ থেকেই বিদেশ থেকে আসা অতিথিদের কাছে তিনি আবেদন জানালেন ‘বাংলার সঙ্গে যৌথ উদ্যোগে ছবি করার’। আর সেই আর্জি জানাতে গিয়েই ভৌগলিক গণ্ডি পেরিয়ে সিনেমার বিশ্বজনীন হয়ে ওঠার কথা উল্লেখ করলেন। মুখ্যমন্ত্রীর কথায় ‘সিনেমা পৃথিবীকে একসূত্রে বাঁধে, মানবতাকে দৃঢ় করে। এর কোনও সীমানা নেই। সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না। পৃথিবী একটাই, আমরাও এক। সেটাই সিনেমার আসল উদ্দেশ্য।’

ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শোলে’ ছবির পরিচালক রমেশ সিপ্পি, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, গৌতম ঘোষ আরতি মুখোপাধ্যায় সহ বাংলা সিনেমার এক ঝাঁক তারকা। উ‍ৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলকে ধন্যবাদ জানাই। গৌতমদা  (পরিচালক গৌতম ঘোষ) ফিল্ম কমিটির চেয়ারম্যান। ব্যক্তিগত শোক নিয়েও তিনি এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই।৩৯টি দেশ অংশ নিচ্ছে, ৩১৫টিরও বেশি ছবি দেখানো হবে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়— এমন সব গুণী মানুষদের জন্যই বিখ্যাত আমাদের বাংলা সিনেমা। আরও অনেকে আছেন, যাঁদের নাম হয়তো বলতে পারলাম না, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’ এবারের চলচ্চিত্র উ‍ৎসবে জাতীয়, আন্তর্জাতিক সিনেমার পাশাপাশি বাংলা সিনেমার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আঞ্চলিক ভাষা যেমন টুলু, বোরো, সাঁওতালি, কোঙ্কণী ভাষায় তৈরি স্বল্প পরিচিত ছবিও দেখানো হবে এই উৎসবে। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য। এর মাধ্যমে এমন মানুষদের উৎসাহ দেওয়া হয়েছে, যাঁদের ভাষা হয়তো অনেকেই বোঝেন না, কিন্তু তাঁদের হৃদয় খুব সুন্দর। তাঁদের এই বার্তাই দেওয়া হচ্ছে, তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে।’

চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক,স্যাম পেকেনপা, রিচার্ড বার্টন, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী এবং রাজ খোসলাকে। পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে দেখানো হবে ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’-সহ সাতটি ছবি। নন্দনে অনুষ্ঠিত হবে তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী, ‘দ্য সাবঅল্টার্ন ভয়েস’। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

সত্যিই বিচ্ছেদ হচ্ছে বিগ বস ১৭-র প্রতিযোগী নীল ভাট ও ঐশ্বর্য শর্মার? জেনে নিন সমস্ত তথ্য

আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবে চাঁদের হাট, ধনধান্য প্রেক্ষাগৃহে কারা কারা হাজির?

‘ভাল বাংলা ছবির দর্শক এখনও রয়েছে’, দাবি জাতীয় পুরস্কার জয়ী নীলাদ্রি রায়ের

জায়গা হারাল জগদ্ধাত্রী, পরশুরামের বিরাট চমক, পরিণীতা নাকি অন্য কেউ, সেরা সেরা হল কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ